চলন্ত ট্রেনের ছাদে হাত তুলে ‘লাফালাফি’ করার সময় হঠাৎ তিনি নিচে পড়ে যান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
Published : 27 Feb 2025, 11:35 AM
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় কক্সবাজারগামী ট্রেনের ছাদ থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে পূর্ব গোমদণ্ডী রেল গেইটের কাছে ‘সৈকত এক্সপ্রেসের’ ছাদ থেকে পড়ে তিনি মারা যান।
তাৎক্ষণিকভাবে ওই তরুণের পরিচয় জানা সম্ভব হয়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির (জেলা) এসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই তরুণকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছিল। চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলাউদ্দিন বলেন, “সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিলেন এ যুবক। চলন্ত ট্রেনের ছাদে হাত তুলে ‘লাফালাফি’ করার সময় হঠাৎ নিচে পড়ে যায়।”
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানান তিনি।