প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার প্রতিটি শ্রেণির একটি শাখা সপ্তাহে দুই দিন ক্লাস করবে।
Published : 18 May 2024, 08:41 PM
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের ইংরেজির দক্ষতা বাড়াতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন স্কুলে অনলাইনভিত্তিক ‘ইংলিশ স্পোকেন’ কোর্স কার্যক্রম চালু করেছে উপজেলা প্রশাসন।
শনিবার সকালে ছয় মাসের এ কোর্স উদ্বোধন করা হয়; যে উদ্যোগকে দেশের উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম বলে দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলামের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, উপজেলার ৯৮টি প্রাথমিক, ৩৩টি মাধ্যমিক ও ১৪টি মাদ্রাসায় এ ‘অনলাইন স্পোকেন কোর্স’ অনুষ্ঠিত হবে। প্রতিটি শ্রেণির একটি শাখা সপ্তাহে দুই দিন করে ক্লাস করবে।
রোববার থেকে শুরু হওয়া এ ক্লাসের মেয়াদ ছয় মাস বলে জানান তিনি।
ইউএনও রফিকুল বলেন, প্রতিটি স্কুলে ‘টেন মিনিটস স্কুলের’ অনলাইন কোর্সগুলো দেওয়া হয়েছে। স্কুলের ইংরেজি ও আইসিটি শিক্ষকরা ক্লাসগুলো সমন্বয় করে শিক্ষার্থীদের ক্লাসে পড়াবেন। উপজেলা প্রশাসন থেকে সবদিক তদারকি করা হবে।
এমএফজেএফ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উদ্যোগটি চালু করা হয়েছে জানিয়ে উদ্যোগের মূল পরিকল্পনাকারী রফিকুল বলেন, বিভিন্ন স্কুলে সরকারিভাবে দেওয়া প্রজেক্টরের মাধ্যমে এ ক্লাসগুলো পরিচালনা করা হবে। এখানে কোনো অতিরিক্ত অর্থ খরচেরও প্রয়োজন নেই।
শনিবার এ অনলাইন স্পোকেন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন টেন মিনিটস স্কুলের উদ্যোক্তা আইমান সাদিক, অনলাইন স্পোকেন কোর্সের শিক্ষক মুনজেরিন শহীদ, এমএফজেএফ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আরমান আহমেদ সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরছফা, উপজেলা আইসিটি প্রোগ্রামার আব্দুর রহিমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।