প্রধান বিচারপতি বলেন, “আমরা তো সংস্কারের একটা উদ্যোগ নিয়েছি। সেটার পরিপ্রেক্ষিতেই, সেটাকেই আমাদের উদ্দেশ্য রেখে আলোচনাগুলো হচ্ছে।”
Published : 19 Jan 2025, 07:34 PM
চট্টগ্রাম আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপিত সৈয়দ রেফাত আহমেদ।
রোববার সকালে তিনি চট্টগ্রাম আদালত ভবনে আসেন। তিনি জেলা ও মহানগর দায়রা জজ আদালতসহ কয়েকটি আদালত পরিদর্শন ও বিচারক ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে সংবাদকর্মীদের জিজ্ঞাসার উত্তরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, “এবার মূলত বিচারালায় পরিদর্শন ও বিচার বিভাগের যে কর্মকর্তারা রয়েছেন, আইনজীবীরা রয়েছেন তাদের সাথে সাক্ষাৎ হবে। সেই সুবাদে এসেছি।
“আমরা তো সংস্কারের একটা উদ্যোগ নিয়েছি। সেটার পরিপ্রেক্ষিতেই, সেটাকেই আমাদের উদ্দেশ্য রেখে আলোচনাগুলো হচ্ছে। অন্যান্যদের সাথেও মতবিনিময় হবে।”
এর আগে সকালে চট্টগ্রাম আদালতে প্রধান বিচারপতি উপস্থিত হলে আইনজীবী সমিতির নেতারা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানায়।
পরে চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে একটি বকুল গাছের চারা রোপন করেন প্রধান বিচারপতি। এরপর আদালতে আসা বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নির্মিত ‘ন্যায়কুঞ্জ’ পরিদর্শন করেন তিনি।
চট্টগ্রাম জেলা ও মহানগর দায়রা জজ আদালতসহ বিভিন্ন আদালত পরিদর্শন শেষে বিচার বিভাগের কর্মকর্তা ও আইনজীবী সমিতির সঙ্গ মতবিনিময়ে অংশ নেন প্রধান বিচারপতি।
সভায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা চট্টগ্রামে হাই কোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন এবং চট্টগ্রাম আদালতে এজলাস সংকট নিরসনের পদক্ষেপ নিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন।