৪৭ হাজার ইয়াবার মামলায় দুইজনের যাবজ্জীবন

দণ্ডিতরা কভার্ডভ্যানের চালক ও সহকারী। ২০২০ সালে তাদের ভ্যানে পাওয়া যায় ইয়াবার চালান।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2023, 03:25 PM
Updated : 14 March 2023, 03:25 PM

চট্টগ্রামে ৪৭ হাজার ৮৩৫টি ইয়াবা উদ্ধারের ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত দুই আসামি হলেন, কভার্ডভ্যান চালক আবদুল আজিজ এবং তার সহকারী মোহাম্মদ জুয়েল। আজিজের বাড়ি নারায়ণগঞ্জে, জুয়েলের বাড়ি কুমিল্লায়।

আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহমেদ বলেন, আদালত যাবজ্জীবন কারাদণ্ডের সাথে দুইজনকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের দণ্ডাদেশ দিয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১২ মে বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংলগ্ন রাজাখালী এলাকায় তল্লাশি করে একটি কভার্ডভ্যান থেকে ৪৭ হাজার ৮৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়। সে সময় ওই ভ্যানের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৭ এর ডিএডি আবুল কাসেম বাদি হয়ে বাকলিয়া থানায় মাদক আইনে একটি মামলা করেন। ওই বছরের ২৪ অগাস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২২ সালের ১৩ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

ফরিদ আহমেদ বলেন, সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে মঙ্গলবার দুই আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দিলেন বিচারক।