যাত্রী আসনের নিচে টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছিল সোনার বারগুলো।
Published : 26 Dec 2024, 03:31 PM
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজে যাত্রী আসনের নিচ থেকে ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইট থেকে সোনার বারগুলো জব্দ করা হয় বলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান।
সোনা পাচারে জড়িত থাকার অভিযোগে আতিয়া সামিয়া নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। ওই নারীর বাড়ি রাজশাহী নগরীর বোয়ালিয়া এলাকায়।
ইব্রাহীম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই), শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দর নিরাপত্তা শাখার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বিজি-১৪৮ ফ্লাইটে তল্লাশি চালায়।
“তল্লাশির সময় ৯-জে নম্বর যাত্রী আসনের নিচে টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কৌশলে রাখা ২০টি স্বর্ণের বার পাওয়া যায়।”
ইব্রাহীম জানান, জব্দ করা ২৪ ক্যারেটের স্বর্ণের বারগুলোর মোট ওজন দুই কেজি ৩৩০ গ্রাম। যেগুলোর বাজার দর আনুমানিক দুই কোটি ৬০ লাখ টাকা।
এ ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা।