তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Published : 27 Jan 2024, 05:48 PM
চট্টগ্রামের ইপিজেড সংলগ্ন কলসিদীঘি এলাকায় আগুনে পুড়েছে বিভিন্ন ধরনের অন্তত ১২টি দোকান।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, রোববার ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে সিইপিজেড ও বন্দর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে যান।
দেড় ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। কিন্তু তার আগেই অন্তত ১২টি দোকান পুড়ে যায়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা রাজ্জাক।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)