শনিবার ভোর সাড়ে ৫টা থেকে ২ ঘণ্টা বন্ধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আরআর টেক্সটাইল এলাকা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2023, 12:58 PM
Updated : 19 May 2023, 12:58 PM

সীতাকুণ্ডে ফুটওভার ব্রিজের নির্মাণকাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রাখা হবে।

শনিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আরআর টেক্সটাইল এলাকা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রাখতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সওজ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসড়কে পথচারী পারাপারের জন্য স্টিল ফুটওভারব্রিজ নির্মাণ করা হচ্ছে। শনিবার ভোরে ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপনের কাজ হবে।

“তাই ভোর সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ওই এলাকায় সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।”