সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে, ১৪ হাজার ৯৪২টি করে।
Published : 24 Oct 2024, 06:08 PM
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে ২২ হাজারের বেশি শিক্ষার্থী।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান জানান, এবছর ৬৮ হাজার ২৭১টি উত্তরপত্র পুনর্মূল্যায়নে আবেদন করেছেন ২২ হাজার ৩২৪ জন শিক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে, ১৪ হাজার ৯৪২টি করে।
গত ১৫ অক্টোবর সারাদেশে এক যোগে মাধ্যমিকের ফল প্রকাশিত হয়। তাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ৩২ শতাংশ।
এবছর এক লাখ ছয় হাজার ২৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে এক লাখ পাঁচ হাজার ৪১৬ জন। তার মধ্যে পাস করেছে ৭৪ হাজার ১২৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৬৯ জন শিক্ষার্থী।
কোভিড মহামারীর পর গতবছরই প্রথমবার পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হয়েছিল। আর এ বছর সাতটি বিষয়ে পরীক্ষা নেওয়ার পর বাকিগুলো আর নেওয়া সম্ভব হয়নি ছাত্র-জনতার আন্দোলন এবং সরকার পতনের পরের ঘটনাপ্রবাহের কারণে।
যে পরীক্ষাগুলো হয়নি, সেগুলোর ক্ষেত্রে এসএসসির নম্বর বিবেচনায় নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে করা হয়েছে মূল্যায়ন।
পরীক্ষার ফল যাদের আশানুরূপ হয়নি, তারা তাদের উত্তরপত্র পুনঃনিরীক্ষণে অাবেদন করতে পারেন। পরীক্ষার ফল প্রকাশের পরদিন গত ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর ছিল এ আবেদনের সময়সীমা।