কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কর্মকাণ্ড যেন কেউ না করে, সেই আহ্বানও রাখেন তিনি।
Published : 09 Oct 2024, 09:35 PM
এবারের দুর্গাপূজায় চট্টগ্রামে নিরাপত্তাজনিত কোনো শঙ্কা নেই বলে দাবি করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ।
বুধবার নগরীর জেএম সেন হলে মহানগর পূজা উদযাপন পরিষদের মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, “এবার নিরাপত্তাজনিত কোনো শঙ্কা নেই। কারণ অনেক আগে থেকেই আমরা নিরাপত্তার প্রস্তুতি শুরু করেছি। পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলার সাথে যারা যারা আছে, সবাই মিলে সমন্বিতভাবে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি এবং সেটা বাস্তবায়নের কাজ চলছে।”
নগরীর ২৭৫টি মণ্ডপে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আগে থেকেই আমাদের পুলিশ সদস্যরা যেখানে প্রতিমা তৈরি হয়, সেখানে পাহারায় ছিলেন। মণ্ডপে প্রতিমা নেয়ার সময় পুলিশের স্কট ছিল। পুলিশ গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছে।”
পাশাপাশি ট্রাফিক পুলিশিং এবং গোয়েন্দা নজরদারিও চলছে বলে জানান তিনি।
সিএমপি কমিশনার বলেন, “পূজার পর শুরু হবে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা উৎসব। সমস্ত অনুষ্ঠান আমরা নগরবাসী মিলে নিরাপত্তার সাথে শান্তিতে উৎসবমুখরভাবে পালন করব।”
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের সহযোগিতা করারও আহ্বান জানান হাসিব আজিজ।
কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কর্মকাণ্ড যেন কেউ না করে, সেই আহ্বানও রাখেন তিনি।
গুজব রোধে সাইবার পুলিশিং সক্রিয় থাকার কথা জানিয়ে তিনি বলেন, “মণ্ডপে যেসব ফোর্স ও অফিসার মোতায়েন হয়েছে তাদের গতকাল আমরা ব্রিফিং করেছি। গুজব জাতীয় কিছু শোনা গেলে সাথে সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে, যাতে সেটা দাবানলের মতো ছড়িয়ে না পড়ে।”
নগর পুলিশের কর্মকর্তাদের পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতারা এসময় উপস্থিত ছিলেন।