নওফেল মনে করছেন, ‘বিদেশিদের সঙ্গে থেকে’ ক্ষমতা দখলের ষড়যন্ত্র হচ্ছে।
Published : 16 Dec 2022, 08:37 PM
সরকারের বিরুদ্ধে ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র’ চলছে মন্তব্য করে তা ‘ধ্বংস করার’ হুঁশিয়ারি দিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শুক্রবার চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম চত্বর থেকে বিজয় মেলা পরিষদের শোভাযাত্রা শুরুর আগে সাংবাদিকদের সামনে এ হুঁশিয়ার দেন চট্টগ্রাম-৯ আসনের এ সংসদ সদস্য।
নওফেল বলেন, “কোভিডের সময় আমরা এই আয়োজন (বিজয় শোভাযাত্রা) করতে পারিনি। সময়ের জন্য অপেক্ষা করছিলাম। দীর্ঘদিন পরে এক ক্রান্তিলগ্নে আজ বিজয় র্যালি করছি।
“সারাদেশে আপনারা দেখছেন ষড়যন্ত্র হচ্ছে। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের দিকে একটা বার্তা প্রেরণ করতে চাই। আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা আজকে ঐক্যবদ্ধ। সকল ষড়যন্ত্র আমরা ধ্বংস করব।”
নওফেল বলেন, দেশি ও বিদেশি ষড়যন্ত্র ধ্বংস করা হবে। বিদেশিদের সঙ্গে থেকে তারা ক্ষমতা দখল করার ষড়যন্ত্র করছে।
“তাদের দিকে আজকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি। তাদেরকে আমরা প্রতিহত করব।”
শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বৌদ্ধ মন্দির মোড় থেকে লাভলেইন ধরে স্টেডিয়ামের দিকে ফেরার সময় নাসিমন ভবনের দলীয় কার্যালয় থেকে ‘বিজয় শোভাযাত্রা’ নিয়ে বিএনপি নেতা-কর্মীরা একই পথ ধরে শহীদ মিনারের দিকে যাচ্ছিলেন।
লাভলেইন মোড়ের কাছে উভয় শোভাযাত্রা মুখোমুখি অবস্থানে এলে পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা তৈরি হয়।
নওফেল তখন নিজেদের শোভাযাত্রা থামিয়ে মাইকে বিএনপির শোভাযাত্রাকে ওই এলাকা অতিক্রম করার আহ্বান জানান। এসময় পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
বিএনপির শোভাযাত্রাটি শহীদ মিনারের দিকে চলে গেলে বিজয় মেলা পরিষদের শোভাযাত্রাটি লাভলেইন মোড় অতিক্রম করে।
নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাচ্চু, মো. সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, যুব নেতা হাবিবুর রহমান এ সময় নওফেলের সঙ্গে ছিলেন।