সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের বানুর বাজার ও নগরীর চকবাজার থানার দামপাড়া মসজিদ গলি এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
Published : 18 Nov 2023, 04:16 PM
চট্টগ্রামে আলাদা আলাদা স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের বানুর বাজার ও নগরীর চকবাজার থানার দামপাড়া মসজিদ গলি এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
সীতাকুণ্ডে উদ্ধার করা লাশটি আক্তার হোসেন নামের ৫৫ বছর বয়সী এক ব্যক্তির, যিনি পেশায় তেলের লরি চালক। তার বাড়ি নোয়াখালী সদর উপজেলায়, চট্টগ্রামে থাকতেন সীতাকুণ্ডের ভাটিয়ারি বানুর বাজারে। আর নগরীর দামপাড়া এলাকা থেকে উদ্ধার করা লাশটি কামরুল আনোয়ার (৬২) নামে এক ব্যক্তির।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৫ নভেম্বর সকালে বাড়ি এসেছিলেন আক্তার। সকাল ১০টার দিকে বাড়ি থেকে বাজার করতে বের হয়েছিলেন। তারপর আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
আক্তারের খোঁজ না পেয়ে তার স্ত্রী পরদিন সীতাকুণ্ড থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন জানিয়ে পরিদর্শক আবু সাঈদ বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বানুর বাজার এলাকায় একটি পুকুর থেকে আক্তারের লাশ উদ্ধার করা হয়।
মৃতদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও আক্তারের মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করছে পুলিশ।
লাশ উদ্ধারের সময় আক্তারের পকেট থেকে তার মোবাইল পাওয়া গেছে। জুতা, ব্যাগ ভর্তি বাজার, সবকিছুই সাথে ছিল।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান পরিদর্শক সাঈদ।
এদিকে কামরুলের লাশটি উদ্ধার করা হয় নগরীর চাকবাজার থানার দামপাড়া মসজিদ গলির একটি ড্রেন থেকে।
চকবাজার থানার এসআই মোহাম্মদ শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিশলাইনের সংযোগ দেওয়া এক প্রতিষ্ঠানের কর্মীরা লাইন ঠিক করতে খাম্বায় উঠে ড্রেনের ভেতর কামরুলকে উপুড় করে পরে থাকতে দেখে ডাকাডাকি শুরু করে। পরে ফায়ার সার্ভিস কর্মীদের ডেকে ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।
যে বাসায় কামরুল থাকতেন, তার পেছনেই সরু জায়গায় নালার ভেতর লাশটি পড়ে ছিল জানিয়ে এসআই শাহ আলম বলেন, “আমাদের ধারণা, পা পিছলে ঘরের পেছনে সরু জায়গায় ড্রেনে পড়ে গিয়ে আর উঠতে পারেননি কামরুল।”
প্রতিবেশীদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, নিজেদের পৈত্রিক জায়গায় একটি টিনের চালা ঘরে একাই থাকতেন কামরুল আনোয়ার। তার ভাই বোনরা আলাদা আলাদা জায়গায় থাকতেন। শুক্রবার বৃষ্টি হওয়ায় তিনি ঘরের চাল ঠিক করতে উঠেছিলেন। এরপর থেকে তাকে আর দেখা যায়নি।
চকবাজার থানার ওসি মঞ্জুর কাদের মজুমদার বলেন, কামরুল আনোয়ারের স্বজনদের মৃত্যু নিয়ে কোনো অভিযোগ নেই। তারা বিনা ময়নাতদন্তে লাশ দাফন করতে চেয়েছেন। সেজন্য লাশ তাদের হস্তান্তর করা হয়েছে।