চট্টগ্রামে পুকুরে ডুবে ২ চাচাত বোনের মৃত্যু

শিশু দুটি সকালে খেলার সময় বাড়ির সদস্যদের অগোচরে পাশের পুকুরে চলে যায়।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2023, 01:02 PM
Updated : 6 Nov 2023, 01:02 PM

চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে; যারা সম্পর্কে চাচাত বোন। 

সোমবার উপজেলার বাগোয়ান ইউনিয়নের উত্তর গশ্চি গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

মৃত দুইজন হলেন- ওই গ্রামের প্রবাসী কামাল উদ্দিনের মেয়ে রেখা আক্তার (৩) ও সালাউদ্দিননের মেয়ে সামিরা আক্তার (৪)। 

বাগোয়ান ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ মোহাম্মদ ইয়াছিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই শিশু সকালে খেলার সময় বাড়ির সদস্যদের অগোচরে পাশের পুকুরে চলে যায়। কিছু পরে খোঁজখবর শুরু হলে তাদের এক শিশুকে পুকুরে ঘাটের কাছে পাওয়া যায়। পরে অল্প দূর থেকে আরেকজনকে উদ্ধার করা হয়। 

তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ইয়াসিন।