“বন্দরের জলসীমায় আসলে সেটি সংশ্লিষ্ট বন্দরকে অবহিত করতে হয়। কিন্তু এমটি ডলফিন সেটি না করায় জরিমানা করা হয়,” বলেন বন্দর সচিব।
Published : 04 Feb 2025, 11:45 PM
অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করায় ১০ লাখ টাকা জরিমানা গুনেছে পানামার পতাকাবাহী একটি জাহাজ।
তেলবাহী ‘এমটি ডলফিন-১৯’ জাহাজটি সোমবার মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের জলসীমায় ঢুকে পড়ে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
বন্দর সচিব মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মংলা বন্দরে যাবার কথা জাহাজটির। কিন্তু সেটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় চলে আসে। বন্দরের জলসীমায় আসলে সেটি সংশ্লিষ্ট বন্দরকে অবহিত করতে হয়। কিন্তু এমটি ডলফিন সেটি না করায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়।”
বন্দর কর্মকর্তারা বলছেন, ১৪৫ দশমিক ৫০ মিটার দৈর্ঘ্য এবং ২৩ মিটার প্রস্থের জাহাজটিতে ১১ হাজার ৬০০ টন জ্বালানি তেল ছিল।