সাদেক জাহাজ থেকে নামতে গিয়ে পানিতে পড়ে গিয়েছিলেন।
Published : 05 Oct 2024, 01:40 PM
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরের তেলবাহী জাহাজ ‘এমটি বাংলার সৌরভে’ আগুন লাগার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ওই জাহাজের কর্মী সাদেক মিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
৫৯ বছর বয়সী সাদেকের বাড়ি নোয়াখালী জেলায়।
এসআই আশেক বলেন, “ আগুন লাগার পর সাদেক জাহাজ থেকে নামতে গিয়ে পানিতে পড়ে গিয়েছিলেন। রাতে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল।”
শুক্রবার রাত পৌনে একটার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরের চার্লি অ্যাংকরেজের কাছে নোঙ্গর করা রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজ এমটি বাংলার সৌরভে আগুন লাগে বলে কোস্টগার্ড জানিয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের বরাতে জানান, ক্রুড তেলবাহী জাহাজটির সামনের দিকে আগুন লাগে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) এক কর্মকর্তা জানান, আগুন লাগার পর জাহাজের ক্যাপ্টেন ও অন্যান্য ক্রুরা সেখান থেকে নেমে যান এবং বাংলার সৌরভ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
কোস্টগার্ডের এক বার্তায় জানানো হয়েছে, ওই জাহাজের ৫০ ক্রুর মধ্যে ৪৬ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছিল।
এর আগে গত সোমবার সকাল ১০ টা ৫৫ মিনিটে বন্দরের ডলফিন জেটিতে তেল খালাসের সময় বিএসসি মালিকানাধীন তেলবাহী জাহাজ বাংলার জ্যোতির সামনের অংশে বিস্ফোরণের পর আগুন লাগে। ওই ঘটনায় তিনজন নিহত হন।
বিএসসির মালিকানাধীন সচল সাতটি জাহাজের মধ্যে বাংলার সৌরভ ও বাংলার জ্যোতি বন্দরের বহির্নোঙ্গর থেকে তেল লাইটারের কাজ করত। অপর পাঁচটি জাহাজ বিশ্বের বিভিন্ন দেশে পণ্য পরিবহনের কাজে নিয়োজিত আছে।