Published : 29 Apr 2025, 09:13 PM
ফেইসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের এক বিএনপিনেতার অস্ট্রেলিয়া প্রবাসী ছেলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ছাত্রদলের এক নেতা।
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় সোমবার এ সাধারণ ডায়েরিটি করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন।
চান্দাগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার একটি জিডি হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।”
যার বিরুদ্ধে অভিযোগ, তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের ছেলে আকিবুল হক।
ছাত্রদলের নেতা রবিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “অস্ট্রেলিয়া প্রবাসী আকিবুল গত ৫ এপ্রিল ফেইসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে আমার নাম না লিখলেও আমার দলীয় পদবী উল্লেখ করেছেন। বিষয়টিতে ‘আতঙ্কিত’ হয়ে আমি সাধারণ ডায়েরি করেছি।”
আকিব তার ফেইসবুক পোস্টে লিখেছেন, “দল করে না, করে লোক দেখানো খেলা, দালালির রাস্তায় হেঁটে আজকে সে একা। পদ থাকবে নাম সম্মান হারাবে- রাজনীতির মাঠে যে শুধু স্মৃতি হয়ে যাবে। ফ্যাক্ট: চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক।”
এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং তার ছেলে আকিবুলের বক্তব্য জানা সম্ভব হয়নি।