নিহত ওই তরুণ হৃদরোগী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
Published : 02 Jun 2023, 02:21 AM
চট্টগ্রামের পটিয়ায় পিটুনিতে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার ছনহরা বাতুয়া ব্রিজে এ মারধরের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত কলেজ ছাত্রের নাম সাইদুল ইসলাম (১৯)। তিনি পটিয়া সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
তিনি দক্ষিণ ছনহরা মধ্যম চাটার গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।
পটিয়া থানার ওসি প্রিটন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড়ির কাছে বাতুয়া ব্রিজে বসে গল্প করার সময় সাইদুলকে কিছু ছেলে মারধর করে। এতে তার মৃত্যু হয়েছে।
ছোট বয়স থেকেই সাইদুল হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার ওপেন হার্ট সার্জারি হয়েছে বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে।
ওসি প্রিটন বলেন, “মৃত্যুর খবর পেয়েই আমরা সাইদুলের বাড়িতে এসেছি। তার ভাই জানিয়েছে, তাদের মায়ের সাথে টাকা-পয়সা ধারদেনা নিয়ে অনেকের ঝামেলা চলছিল। এর জের ধরে সাইদুলকে মারধর করা হয়েছে বলে তাদের সন্দেহ।”
ওসি জানান, সাইদুলের পরিবার হামলাকারী কয়েকজনের নাম বলেছে। পুলিশ হামলার কারণ ও জড়িতদের বিষয়ে খোঁজ নেয়া শুরু করেছে।