সাবের একজনকে বাবা সাজিয়ে ২০২২ সালে গাজীপুর সিটি করপোরেশনের ভোটা হয়েছিলেন।
Published : 09 Jan 2025, 10:50 PM
এক রোহিঙ্গাকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পাইয়ে দিতে চট্টগ্রামে নির্বাচন কমিশন কার্যালয়ে এসে আটক হয়েছেন আরেক রোহিঙ্গা যুবক, যিনি নিজেও বছর দুই আগে ভুয়া পরিচয়ে জাতীয় পরিচয়পত্র নিয়েছেন।
বৃহস্পতিবার পটিয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে তাকে আটক করে পুলিশে দেওয়ার কথা জানান সেখানকার নির্বাচন কর্মকর্তারা।
মো. সাবের (২০) নামে ওই যুবক উখিয়ার বালুখালী ক্যাম্পের বাসিন্দা। তিনি পটিয়ায় একটি মাদ্রাসায় পড়েন।
পটিয়া উপজেলার সহকারী নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোহিঙ্গা হিসেবে শনাক্ত হওয়া আনোয়ার কামাল নামে এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র কমিশন থেকে 'ব্লক' করে রাখা হয়েছিল। সাবের সমস্যাটি সমাধান করতে কথা বলতে এসেছিলেন।
“তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় উপজেলা নির্বাচন কর্মকর্তা তার পরিচয় জানতে চান। সেসময় তিনি নিজেকে গাজীপুরের ভোটার ও পটিয়া মাদ্রাসার শিক্ষার্থী পরিচয় দেন। তিনি ভালো করে চলিত ভাষায় কথা বলতে পারেন না। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন।”
নজরুল ইসলাম বলেন, “জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাবের স্বীকার করেন তিনি ২০১৭ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে আসেন এবং মিজানুর রহমান নামে একজনকে বাবা সাজিয়ে ২০২২ সালে গাজীপুর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ভোটার হন।”
পরে তাকে আটক করে পুলিশে দেওয়ার কথা বলেন তিনি।