বন্দরের টার্মিনাল অপারেটিং সিস্টেমের (টিওএস) মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে বা মোবাইল অ্যাপের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করে গেইট পাস সংগ্রহ করা যাবে।
Published : 18 Feb 2025, 08:52 PM
চট্টগ্রাম বন্দরে আমদানি ও রপ্তানি পণ্যবাহী যানবাহন চলাচলের জন্য এখন থেকে অনলাইনে গেইট পাস মিলবে।
মঙ্গলবার নতুন এই পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।
অনলাইন গেইট পাস সিস্টেম চালুর ফলে বন্দরে প্রবেশ ও বের হওয়ার সময় পণ্য ও কন্টেইনারবাহী যানবাহনগুলোকে বেশি সময় অপেক্ষা করতে হবে না। এতে সময় সাশ্রয় হওয়ার সাথে বিমানবন্দর সড়কে যানজট কমবে এবং বন্দরের কাজে গতি আসবে বলে মনে করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান বলেন, পণ্য আমদানি-রপ্তানি কাজে নিয়োজিত সকল যানবাহন, চালক ও সহকারীদের ডেটাবেইজ বন্দরে রয়েছে।
“এ পদ্ধতি চালুর কারণে পর্যবেক্ষণের সাথে যানজট কমবে, বন্দরের ভেতরের নিরাপত্তা আরও জোরদারের সাথে কাজে গতিশীলতা আসবে।”
বন্দর সচিব মো. ওমর ফারুক বলেছেন, আগে বন্দরে পণ্যবাহী যানবাহন প্রবেশের জন্য ম্যানুয়াল পদ্ধতিতে চালকদের গেইট পাস সংগ্রহ করতে হতো।
এখন নতুন নিয়মে বন্দরের টার্মিনাল অপারেটিং সিস্টেমের (টিওএস) মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে বা মোবাইল অ্যাপের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করে গেইট পাস সংগ্রহ করা যাবে।
এ বছরের ১ জানুয়ারি থেকে অনলাইনে গেইট পাস পরীক্ষামূলকভাবে চালু করা হয়। মঙ্গলবার থেকে এ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হল।