“দুপুরে কোর্ট হিল মসজিদে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দোয়া মাহফিল হবে। রোববার শোক র্যালি হবে।”
Published : 27 Nov 2024, 08:32 PM
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বুধবার আদালত বর্জনের পর বৃহস্পতিবারও কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, “বিষয়টি আমরা সমিতির পক্ষ থেকে জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি। আগামীকালও কর্মবিরতি অব্যাহত থাকবে। দুপুরে কোর্ট হিল মসজিদে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দোয়া মাহফিল হবে। রোববার শোক র্যালি হবে।”
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে মঙ্গলবার কারাগারে নেওয়ার সময় চট্টগ্রাম আদালত ভবন ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে হামলায় নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ।
আদালত থেকে বাসায় ফেরার পথে সড়কে আইনজীবী আলিফের ওপর হামলা হয় বলে জানান সমিতির সভাপতি নাজিম উদ্দিন।
এর প্রতিবাদে মঙ্গলবার এক জরুরি সভায় বুধবার আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ জানান, মঙ্গলবারের সহিংসতার ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ।
আদালত প্রাঙ্গণ, রঙ্গম সিনেমা হল ও কোতয়ালি মোড়ে তিন জায়গায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলাগুলো করা হয়েছে। এসব মামলায় মোট ২৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, “গ্রেপ্তার ২৮ জনের মধ্যে আট জন আইনজীবী খুনের সাথে সন্দেহভাজন আসামি। এ বিষয়ে আলাদা মামলা হবে, তারা হত্যা মামলাতেও আসামি হবে।”
তবে এসব মামলায় কাদেরকে আসামি করা হয়েছে এবং কাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদের নাম পরিচয় প্রকাশ করেনি।
রিলেটেড লিংক-
চট্টগ্রামে বুধবার আদালত বর্জনের ঘোষণা আইনজীবী সমিতির