আইনজীবী নাজিম উদ্দিন বলেন, “আইনজীবী সাইফুলকে মাথায় ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। আামরা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার চাই।”
Published : 26 Nov 2024, 07:58 PM
গ্রেপ্তার চিন্ময় কৃঞ্চ দাশকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে সংঘর্ষে এক আইনজীবী নিহত হওয়ার প্রতিবাদে বুধবার আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি।
বুধবার চট্টগ্রামের কোনো আদালতে আইনজীবী সমিতির সদস্যরা কাজ করবেন না বলে জানান সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমিতির জরুরি সভায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আমরা এদিন আদালত চত্বরে হত্যার প্রতিবাদে সমাবেশ করব।”
আইনজীবী নাজিম উদ্দিন বলেন, “আইনজীবী সাইফুলকে মাথায় ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। আামরা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার চাই।”
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে মঙ্গলবার কারাগারে নেওয়ার সময় চট্টগ্রাম আদালত ভবন ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ‘হামলায়’ নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ।
আদালত থেকে বাসায় ফেরার পথে সড়কে আইনজীবী সাইফুলের ওপর হামলা হয় বলে জানান সমিতির সভাপতি নাজিম উদ্দিন।
এছাড়া সংঘর্ষে আহত আরও ছয় জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানিয়েছেন।