০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১
গত ২৬ জানুয়ারি নগরীর বান্ডেল সেবক কলোনি থেকে গ্রেপ্তারের পর তাদের আইনজীবী আলিফ হত্যা মামলায় আদালতে হাজির করা হয়েছিল।
আদালত থেকে নিয়ে যাওয়ার সময় এক আসামি উচ্চঃস্বরে বলেন, “তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। ন্যায় বিচার প্রার্থনা করছি।”
রিপনকে পাঁচ দিন ও বাকি তিনজনকে চার দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এজাহারভুক্ত আসামি না হলেও হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজে নীল গেঞ্জি পরিহিত ওই যুবককে বটি হাতে দেখা গেছে, ভাষ্য পুলিশের।
“চন্দন ট্রেনে চট্টগ্রাম থেকে এসে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভৈরব রেলস্টেশনে নামেন এবং রেলস্টেশনে ঘোরাঘুরি করছিলেন।”
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।
“আরও কয়েকজনের সঙ্গে তিনিও হামলায় জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে,” বলেন একজন পুলিশ কর্মকর্তা।