চট্টগ্রামে ২ দশক আগের হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

২০০২ সালে চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ির মেথর পট্টি এলাকায় সবজি বিক্রেতা মো. ইদ্রিছকে গুলি করে হত্যার ঘটনায় এ রায় এল।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2022, 01:17 PM
Updated : 30 Nov 2022, 01:17 PM

চট্টগ্রামে দুই দশক আগে এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত, আরেক আসামিকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।

চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সেলিম মিয়া বুধবার এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মো. শুক্কুর এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবুল কালাম দুজনই পলাতক বলে ট্রাইব্যুনালের পিপি মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নগরীর পূর্ব মাদারবাড়িতে মো. ইদ্রিছকে গুলি করে হত্যার ঘটনায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের এ সাজা দেওয়া হয়।”

২০০২ সালের ১৮ জানুয়ারি নগরীর পূর্ব মাদারবাড়ির মেথর পট্টি এলাকায় সবজি বিক্রেতা মো. ইদ্রিছকে গুলি করে হত্যা করা হয়।

ওই ঘটনায় নিহতের ভাই মো. শহীদ নগরীর ডবলমুরিং থানায় হত্যা মামলা করেন। পরে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আসামিদের দোষী সাব্যস্ত করে রায় দিল আদালত।