চলতি মাসের শুরুতে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন উপাচার্য ডা. মো. ইসমাইল খান।
Published : 17 Sep 2024, 11:46 PM
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ।
মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আগামী চার বছরের জন্য তাকে এই পদে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নতুন উপাচার্য বসানোর তথ্য দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. আলাউদ্দিন।
পাঁচটি শর্তে এ নিয়োগ দেওয়া হয় বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে৷
শর্তগুলোর মধ্যে রয়েছে- এ নিয়োগের মেয়াদ চার বছর, উপাচার্য পদে তিনি অবসরের অবব্যহিত পূর্বের পদের সম-পরিমাণ বেতন ভাতা পাবেন, বিধি অনুসারে উপাচার্য পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা পাবেন, উপাচার্য হিসেবে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ২০১৬ এর ১৩ ধারা অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
চলতি মাসের শুরুতে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন উপাচার্য ডা. মো. ইসমাইল খান।
২০২১ সালের এপ্রিলে উপাচার্য পদে দ্বিতীয়বারের মত চার বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন ইসমাইল খান।
২০১৬ সালে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম ভিসি হিসেবে দায়িত্ব পান ডা. ইসমাইল খান। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডিন এবং ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন।