পুলিশ বলছে, আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন। সরকার পতনের আগের দিন তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কারফিউ জারি হয়েছিল বলে ছাত্ররা দাবি করছেন।
Published : 20 Mar 2025, 08:56 PM
বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক শরীফ মাহমুদকে তার কার্যালয়ে একদল শিক্ষার্থী অবরুদ্ধ করে রাখার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে তাকে গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন বলে ডবলমুরিং থানার ওসি কাজী রফিকুল ইসলাম জানান।
পুলিশ বলছে, শরীফ মাহমুদ আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তার দায়িত্বে ছিলেন। গণআন্দোলনে সরকার পতনের পর তাকে চট্টগ্রাম বেতারে দায়িত্ব দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি রফিকুল বলেন, “ছাত্ররা বলছেন, ওই কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকাবস্থায় ৪ অগাস্ট (সরকার পতনের আগের দিন) উনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কারফিউ জারি করা হয়েছিল। সে কারণে তারা উনাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ করে।”
“আমরা ঘটনাস্থলে গিয়ে উনাকে বিকাল ৪টার দিকে থানায় নিয়ে আসি। উনার বিরুদ্ধে ডবলমুরিং থানায় কোনো মামলা নেই। আর কোথাও কোনো মামলা আছে কি না আমরা খবর নিচ্ছি।”
ছাত্ররা ওই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটা কাগজ দিয়েছেন জানিয়ে ওসি বলেন, সেটা যাচাই করে তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।