এ দুর্ঘটনায় চার ঘণ্টার মত পানি সরবরাহ বন্ধ ছিল, বলেন ওয়াসার এক প্রকৌশলী।
Published : 19 Jan 2025, 01:35 AM
গাড়ির ধাক্কায় ওয়াসার পানির পাইপ ফেটে যাওয়ায় চট্টগ্রাম নগরীর একটি অংশে বেশ কয়েক ঘণ্টা পানি সরবরাহ বন্ধ ছিল৷
শনিবার সকাল ৬টার দিকে চট্টগ্রামের হাটহাজারীতে কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের পাইপ লাইনে এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে মেরামতের কাজ শেষ হয়।
ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, এ দুর্ঘটনায় চার ঘণ্টার মত পানি সরবরাহ বন্ধ ছিল।
ওয়াসার কর্মকর্তা ও পুলিশ জানায়, একটি প্রাইভেট কারের ধাক্কায় হাটহাজারী উপজেলার নজুমিয়া হাট শেখ মার্কেট এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে ওয়াসার পাইপের ভালভ ফেটে যায়৷ এতে গাড়িটির চার যাত্রীও আহত হন। পাইপ ফেটে আশেপাশের এলাকার পানি ছড়িয়ে যানজটেরও সৃষ্টি হয়।
কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-১ এর নির্বাহী প্রকৌশলী নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খবর পেয়ে সকাল ১০টার দিকে পানি সরবরাহ বন্ধ করা হয়। একটি প্রাইভেট গাড়ির ধাক্কায় ভালভ ভেঙে গিয়েছিল।
"বেলা ২টার দিকে আমরা মেরামত কাজ শেষ করি। এরপর আবার পানি সরবরাহ শুরু করা হয়। চার ঘণ্টার মত পানি সরবরাহ বন্ধ ছিল। মেরামতের পর আবার অধিক গতিতে পানি সরবরাহ করা হয়েছে, যাতে ক্ষতি পুষিয়ে নেওয়া যায়।"
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এই পানি শোধনাগারে কর্ণফুলী নদী থেকে পানি উত্তোলন করে পরিশোধন করা হয়। পরে তা নগরীতে সরবরাহ করা হয়। মূলত আগ্রাবাদ এলাকায় এই শোধনাগার থেকে পানি সরবরাহ করা হয়।
হাটহাজারীর মদুনাঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক আশরাফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খবর পেয়ে ক্রেন নিয়ে গিয়ে গাড়িটি সরিয়ে নেওয়া হয়। আহতরা এর আগেই স্থানীয়দের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।"
পানির তোড়ে সড়কে পানি জমে কুয়াইশ কলেজ থেকে নেয়ামত আলী রোড পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার অংশে যানজট হয়।