দেশের বিভিন্ন কারাগারে পহেলা বৈশাথ আয়োজনের নির্দেশনা দিয়েছে কারা অধিদপ্তর।
Published : 13 Apr 2025, 03:34 PM
পান্তা-ইলিশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপন করতে চলেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দিরা।
রোববার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, দেশের বিভিন্ন কারাগারে পহেলা বৈশাখ আয়োজনের নির্দেশনা দিয়েছে কারা অধিদপ্তর।
“কারাগারের সামর্থ্য অনুযায়ী নিরাপত্তার মধ্যে সোমবার পহেলা বৈশাখের উৎসব আয়োজন করা হচ্ছে।“
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এখন প্রায় ৪ হাজার ৯০০ বন্দি আছেন।
তাদের জন্য আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে ইকবাল হোসেন বলেন, “আগে পহেলা বৈশাখের অনুষ্ঠান হলেও করোনা পরবর্তী সময়ে সাংষ্কৃতিক অনুষ্ঠান আয়োজন বন্ধ হয়ে যায়। এবার সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হচ্ছে। উন্নত খাবারের পাশাপাশি এবছর বন্দিদের জন্য পান্তা-ইলিশের ব্যবস্থা করা হয়েছে।”
সাংস্কৃতিক অনুষ্ঠানে কারাগারের বন্দি শিল্পীদের পাশাপাশি বাইরের শিল্পীরাও গান পরিবেশন করবেন বলে জানিয়েছেন জেল সুপার।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাসুদ হাসান জুয়েল অনুষ্ঠানের সূচি তুলে ধরে বলেছেন, সকাল আটটা থেকে মাঝে দেড় ঘন্টার বিরতি দিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত বৈশাখী অনুষ্ঠান চলবে।
কারাগারের বন্দি শিল্পীরা সকালে এবং দুপুরের পর থেকে বিকাল ৫টা পর্যন্ত অতিথি শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন, সেখানে তারা বৈশাখী গান শোনানবেন। বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে খাবারের বিরতি।
তিনি বলেন, “বেশ কয়েক বছর বন্দিদের পান্তা-ইলিশ খাওয়ানো বন্ধ ছিল। এবছর সে আয়োজনটি রাখা হয়েছে। যারা আমাদের মাছ সরবরাহ করেন তাদের সাথে কথা বলে নিশ্চিত করেছি। ইলিশ মাছ সংগ্রহ করা হচ্ছে।“
এছাড়া দুপুরের খাবারের আয়োজনে পোলাও, মুরগি, মিষ্টি ও পান-সুপারি রাখা হয়েছে। আর রাতে স্বাভাবিক খাবার পরিবেশন করা হবে বলে জানিয়েছেন জেলার জুয়েল।