এবারের জাতীয় ক্রিকেট লিগে প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনটি শতক করলেন ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান।
Published : 20 Nov 2023, 04:47 PM
লেগ স্পিনার তানবীর হায়দারের অফ স্টাম্পের বল কাভারের দিকে খেলে দ্রুততায় এক রান নিলেন শামসুর রহমান। ৯৯ থেকে কাঙ্ক্ষিত তিন অঙ্কে পৌঁছে হাত উঁচিয়ে শূন্যে লাফ দিলেন তিনি, এরপর হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে ধরলেন। মাঝে সাড়ে তিন বছর যার ব্যাটে ছিল না কোনো শতক, সেই ব্যাটসম্যান এক মাসের কম সময়ের মধ্যে করলেন তিনটি!
জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের তৃতীয় দিন রংপুর বিভাগের বিপক্ষে ১২৮ রানের ইনিংস খেলেছেন শামসুর। তার ১৮০ বলের ইনিংসটি গড়া ১২টি চার ও ২ ছক্কায়।
চলতি আসরে প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনটি শতকের কীর্তি গড়লেন ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ক্রিকেটে সব মিলিয়ে এটি তার ২৩তম শতক।
তার দারুণ ইনিংসে রংপুরকে বড় লক্ষ্য দিয়েছে সিলেট বিভাগ। ৩৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে সোমবার দিন শেষে রংপুরের সংগ্রহ ৪ উইকেটে ১১০ রান। এখনও তাদের প্রয়োজন ২৭৭।
প্রথম স্তরের এই ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৪ উইকেটে ২২৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে দ্বিতীয় ইনিংসে ৪৪২ রানে অল আউট হয় সিলেট। এ দিন ২৫ রান নিয়ে ব্যাটিং শুরু করে দলের স্কোর চারশ পার করে আউট হন শামসুর। ষষ্ঠ উইকেটে রাহাতুল ফেরদৌসের সঙ্গে তিনি গড়েন ১৪৮ রানের জুটি।
এই সিলেটই প্রথম ইনিংসে স্রেফ ১২৫ রানে গুটিয়ে পিছিয়ে ছিল ৫৬ রানে। তাদের দ্বিতীয় ইনিংসে আগের দিন ফিফটি করেন নাসুম আহমেদ (৭১) ও জাকের আলি (৭৫)।
বড় লক্ষ্যে নেমে ৭৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। দিনের বাকিটা সময় নিরাপদে কাটিয়ে দেন মাহমুদুল হাসান (২৫*) ও তানবীর (১৮)। শেষ দিনে তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট ১ম ইনিংস: ১২৫
রংপুর ১ম ইনিংস: ১৮১
সিলেট ২য় ইনিংস: (আগের দিন ২২৮/৪) ১২১ ওভারে ৪৪২ (জাকের ৭৫, শামসুর ১২৮, রাহাতুল ৪৩, তাওহিদুল ১৪, রেজাউর ৩৩*, আবু জায়েদ ০, সফর ০; গালিব ১৯-২-৮৫-২, গাফফার ১৯-৩-৬৯-২, মামুন ১৯-২-৫৯-১, মাহমুদুল ২-০-১২-০, নিহাদুজ্জামান ২৫-৫-৮১-০, আরিফুল ৮-০-৩৬-০, নবিন ৫-০-১৭-০, রিশাদ ২০-১-৫৫-২, তানভির ৪-০-১৩-১)
রংপুর ২য় ইনিংস: (লক্ষ্য ৩৮৭) ২৮ ওভারে ১১০/৪ (মোসাদ্দেক ১২, রিশাদ ১২, মাহমুদল ২৫*, মামুন ১, আকবর ২৭, তানবীর ১৮*; আবু জায়েদ ৭-০-২৩-১, নাসুম ৮-২-১৬-২, সফর ৫-০-১৯-১, রেজাউর ৭-০-৩৪-০, রাহাতুল ১-০-৬-০)
নাঈমের ঝড়ো ফিফটি
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রোর প্রথম স্তরের আরেক ম্যাচে অবশেষে তৃতীয় দিনে খেলা শুরু হয়েছে। ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দুই দিনে এখানে একটি বলও খেলা হয়নি।
বিকেলে খেলা শুরু হওয়ার পর ১৬ ওভার খেলতে পেরে ২ উইকেটে ৭৭ রান তুলেছে ঢাকা মেট্রো। ৪৫ বলে ৪টি করে চার ও ছক্কায় ৫১ রানে অপরাজিত আছেন মোহাম্মদ নাঈম শেখ।
ঢাকা বিভাগের শিরোপা নিশ্চিত হয়েছে গত রাউন্ডেই।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ১৬ ওভারে ৭৭/২ (নাঈম শেখ ৫১*, আজমির ৫, আইচ ১৪, নাঈম ইসলাম ১*; তাউফিক ৪-১-২৯-০, এনামুল ৩-০-১৩-১, নাজমুল অপু ৪-১-১৯-১, শুভাগত ৪-২-৩-০, সাইফ ১-০-৮-০)