পাকিস্তানের বিপক্ষে মেলবোর্ন টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল এখন ১৩ জনের।
Published : 18 Dec 2023, 07:22 PM
মার্নাস লাবুশেনের আঙুলের চোট গুরুতর নয়। পাকিস্তানের বিপক্ষে বক্সি ডে টেস্টে পাওয়া যাবে এই ব্যাটসম্যানকে। বিগ ব্যাশে খেলার জন্য টেস্ট স্কোয়াড থেকে ফাস্ট বোলার ল্যান্স মরিসকে ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়া।
পার্থে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের পেসার খুররাম শাহজাদের লাফিয়ে ওঠা বলে ডান হাতের কনিষ্ঠ আঙুলে আঘাত পান লাবুশেন। সঙ্গে সঙ্গে ফিজিওর সেবাশুশ্রূষা নিতে হয় তাকে। পরে পাঠানো হয় স্ক্যানের জন্য। তবে স্ক্যান রিপোর্টে দেখা যায় তার চোট গুরুতর নয়।
দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত থাকার কথা সোমবার নিজেই সংবাদমাধ্যমকে জানান ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান।
পার্থে অস্ট্রেলিয়া ৩৬০ রানে জিতলেও, লাবুশেনের ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হয়নি। সব মিলিয়ে খেলতে পারেন কেবল ৪৩ বল। প্রথম ইনিংসে ১৬ রানের পর দ্বিতীয়বারে করেন ২।
আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দল এখন ১৩ জনের। বিগ ব্যাশে খেলার জন্য স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে মরিসকে।
পার্থে গতিময় এই পেসারের টেস্ট অভিষেক হতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে মূল তিন পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হেইজেলউডকে নিয়েই খেলে স্বাগতিকরা।
ঘরোয়া ক্রিকেটে গতির ঝড় তুলে আগেও কয়েকবার টেস্ট দলে জায়গা পেয়ে শেষ পর্যন্ত খেলার সুযোগ হয়নি মরিসের। বিগ ব্যাশে বুধবার হোবার্ট হারিকেন্সের বিপক্ষে তাকে পাবে পার্থ স্কর্চার্স।
মেলবোর্ন টেস্টের অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেয়ারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), ন্যাথান লায়ন, জশ হেইজেলউড, ক্যামেরন গ্রিন, স্কট বোল্যান্ড।