হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফিরেছেন পেসার জেরাল্ড কুটসিয়া।
Published : 05 Feb 2025, 03:47 PM
ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচের জন্য নতুন চেহারার দল সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। নিউ জিল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ৬ জনকে দলে রেখেছে তারা।
লাহোরে আগামী শনিবার পাকিস্তান ও নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটি। দুই দিন পর কিউইদের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচের জন্য বুধবার ১২ জনের দল দিয়েছে প্রোটিয়ারা। যেখানে অর্ধেকেই পাননি ওয়ানডে ক্রিকেটের স্বাদ।
পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজটি দক্ষিণ আফ্রিকার জন্য প্রস্তুতির মঞ্চ। তবে এসএটোয়েন্টি চলায় নিয়মিতদের বেশিরভাগকেই পাচ্ছে না তারা। আগামী শনিবার শেষ হবে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি লিগ।
ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ম্যাচে কেশাভ মহারাজ ও হাইনরিখ ক্লসেনকে পাওয়া যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ম্যাচটি, প্রতিপক্ষ পাকিস্তান। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা মার্কো ইয়ানসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস ও রাসি ফন ডার ডাসেন ত্রিদেশীয় সিরিজে খেলবেন না কোনো ম্যাচ।
এই সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছেন জেরাল্ড কুটসিয়া। বাঁ পায়ের হ্যামস্ট্রিং চোটে লম্বা সময় ধরে বাইরে ছিলেন এই পেসার।
দলে জায়গা পাওয়া ব্যাটসম্যান মিকা-ইল প্রিন্স, পেসার গিডোন পিটার্স ও ইশান বশ এবং পেস বোলিং অলরাউন্ডার মিহলালি এমপোংওয়ানা এখনও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাননি।
কিপার-ব্যাটসম্যান ম্যাথু ব্রিটস্কি টেস্ট ও টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছেন। আর বাঁহাতি স্পিনার সেনুরান মুথুসামি জাতীয় দলের হয়ে খেলেছেন কেবল টেস্টে। এখন ওয়ানডে খেলার হাতছানি তাদের সামনে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সঙ্গে ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা। আগামী ২১ ফেব্রুয়ারি আফগান ম্যাচ দিয়ে আসর শুরু করবে তারা।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডের দক্ষিণ আফ্রিকা দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ইথান বশ, ম্যাথু ব্রিটস্কি, জেরাল্ড কুটসিয়া, জুনিয়র ডালা, ভিয়ান মুল্ডার, মিহলালি এমপোংওয়ানা, সেনুরান মুথুসামি, গিডোন পিটার্স, মিকা-ইল প্রিন্স, জেসন স্মিথ, কাইল ভেরেইনা।