ভারতের বিপক্ষে এই সিরিজে আর দেখা যাবে না ইংল্যান্ডের তরুণ লেগ স্পিনারকে।
Published : 23 Feb 2024, 09:10 AM
রাঁচিতে শুক্রবার যখন ভারতের বিপক্ষে সিরিজে ফেরার লড়াইয়ে মাঠে নামবে ইংল্যান্ড দল, রেহান আহমেদ তখন থাকবে দেশের পথে। ব্যক্তিগত কারণে দেশে ফিরে যাচ্ছেন ১৯ বছর বয়সী এই লেগ স্পিনার।
ইংল্যান্ডের বোর্ড বিবৃতিতে জানায়, ‘জরুরি’ পারিবারিক প্রয়োজনে দেশে ফিরছেন রেহান এবং এই সিরিজে তিনি আর ফিরবেন না।
ভারতের চলতি সিরিজের প্রথম তিন টেস্টেই ইংল্যান্ডের একাদশে ছিলেন রেহান। উইকেট নিয়েছেন তিনি ১১টি। রাঁচি টেস্টের একাদশে অবশ্য তিনি ঠাঁই পাননি।
তার দেশে ফেরার সঙ্গে একাদশে জায়গা পাওয়ার সম্পর্ক নেই বলেই জানা গেছে। টেস্টের আগের দিন দলের অনুশীলনে তিনি ছিলেন এবং বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টায় যখন একাদশ ঘোষণা করা হয়, তখনও তার দেশে ফেরার কোনো ব্যাপার ছিল না। পরে তিনি জানতে পারেন পারিবারিক প্রয়োজনের কথা।
রাঁচি টেস্টে রেহানের বদলে অফ স্পিনার শোয়েব বাশিরকে একাদশে ফিরিয়েছে ইংল্যান্ড। একাদশের অন্য বিশেষজ্ঞ স্পিনার টম হার্টলি। চলতি সিরিজেই অভিষিক্ত বাঁহাতি স্পিনার এখনও পর্যন্ত নিয়েছেন দলের সর্বোচ্চ ১৬ উইকেট।
ইংল্যান্ডের মূল স্পিনার জ্যাক লিচ চোট পেয়ে ছিটকে গেছেন প্রথম টেস্টের পরই।