পারিবারিক কারণে সিদ্ধান্তটি নিয়েছেন নিউ জিল্যান্ডের এই ফাস্ট বোলার।
Published : 14 Aug 2023, 04:48 PM
সম্প্রতি কন্যা সন্তানের বাবা হয়েছেন ব্লেয়ার টিকনার। স্ত্রী ও মেয়ের সঙ্গে থাকতে সংযুক্ত আরব আমিরাত সফর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন নিউ জিল্যান্ডের এই ফাস্ট বোলার।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার শুরু দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সোমবার দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ২৯ বছর বয়সী টিকনারের। কিন্তু সিদ্ধান্ত বদলে এখন তিনি দেশেই থাকবেন।
নিউ জিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৩ টেস্ট, ১৩ ওয়ানডে ও ১৮ টি-টোয়েন্টি খেলেছেন টিকনার। সব মিলিয়ে উইকেট নিয়েছেন ৪৭টি।
টিকনারের বদলি হিসেবে নিউ জিল্যান্ড দলে যোগ দেবেন জ্যাকব ডাফি। দেশের হয়ে এখন পর্যন্ত ৩ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেলে তার শিকার মোট ১৭ উইকেট। গত জানুয়ারিতে ভারত সফরে কিউইদের হয়ে সবশেষ মাঠে নামেন এই পেসার।
আমিরাত সফরের জন্য দ্বিতীয় সারির দল সাজিয়েছে নিউ জিল্যান্ড। যে দলে নেই ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, অ্যাডাম মিল্ন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস ও ইশ সোধি। ইংল্যান্ড সফরে ফিরবেন এই ক্রিকেটাররা।
আমিরাত সফরের পরপরই ইংল্যান্ডে যাবে নিউ জিল্যান্ড। সেখানে চারটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে তারা। দুই দলের লড়াই শুরু হবে আগামী ৩০ অগাস্ট।