অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলেও নিজের দাবি জানানোর সুযোগ পেতে পারেন বিস্ফোরক এই ব্যাটসম্যান।
Published : 31 Aug 2023, 12:11 PM
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং তাণ্ডবে দলের জয়ে অবদান রাখার পর দারুণ এক সুখবর পেলেন টিম ডেভিড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দলেও যোগ করা হলো বিস্ফোরক এই ব্যাটসম্যানকে। ২৭ বছর বয়সী ব্যাটসম্যান এখন বিশ্বকাপ দলেও নিজের দাবি জানানোর সুযোগ পেতে পারেন।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে এর মধ্যেই ‘ডায়নামো ডেভিড’ নাম পেয়ে গেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বুধবার অস্ট্রেলিয়া ৭৭ রানে ৪ উইকেট হারানোর পর ক্রিজে যান এই ব্যাটসম্যান। সেখান থেকেই পাল্টা আক্রমণে ফিফটি করেন ২৪ বলে। শেষ পর্যন্ত আউট হন ৭ চার ও ৪ ছক্কায় ৬৪ রান করে।
এরপরই তাকে যোগ করা হলো ওয়ানডে সিরিজের দলে। এই ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া পাবে না অভিজ্ঞ ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলকে। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য এমনিতেই দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু অ্যাঙ্কেলের চোটে তাকে ফিরে যেতে হয় আগেই। এছাড়া চোটের কারণে এই সফরে নেই স্টিভেন স্মিথও। ডেভিডকে দলে নিয়ে তাই বাড়ানো হলো মিডল অর্ডারে বিকল্প।
এই সময় দলে সুযোগ পাওয়া মানে যে বিশ্বকাপ দলে ডাক পাওয়ারও একটা হাতছানি, সেটি তো অনুমিতই। যদিও এই ওয়ানডে সিরিজ শুরুর আগেই বিশ্বকাপ দল ঘোষণা করতে হবে, তবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে পরিবর্তন আনার সুযোগও থাকবে।
ডেভিড অবশ্য ৫০ ওভারের ক্রিকেট খেলেননি খুব বেশি। ক্রিকেট বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোয় কাঙ্ক্ষিত এই ব্যাটসম্যান এখনও পর্যন্ত স্রেফ ১৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। সবশেষটি প্রায় দুই বছর আগে! তাসমানিয়ার হয়ে সেই ম্যাচটিই অস্ট্রেলিয়ার ঘরোয়া একদিনের ম্যাচের আসরে তার একমাত্র ম্যাচ। এছাড়া ১০টি ম্যাচ খেলেছেন ইংল্যান্ডে সারের হয়ে, ৫টি সিঙ্গাপুরের হয়ে।
এই ১৬ ম্যাচে তার পারফরম্যান্স অবশ্য দারুণ। সেঞ্চুরি ২টি, ফিফটি ৫টি। ব্যাটিং গড় ৮২.৭৭, স্ট্রাইক রেট ১২৩.১৪।
তবে এই রেকর্ডই শুধু নয়, ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলার সামর্থ্যের কারণেই মূলত তাকে ওয়ানডে দলে নেওয়া। অস্ট্রেলিয়ার মতো দলে যদিও বিশ্বকাপের এত কাছে এসে সুযোগ পাওয়া কঠিন। তার পরও যদি তিনি স্বল্প সুযোগে দারুণ কিছু করতে পারেন, বিশ্বকাপের দুয়ার খুলেও যেতে পারে!
৫ ম্যাচের এই ওয়ানডে সিরিজ শুরু আগামী ৭ সেপ্টেম্বর।