প্রথম ডাকে কুমিল্লায় লিটন দাস

পঞ্চমবারের মতো কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলবেন লিটন দাস।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2022, 07:50 AM
Updated : 23 Nov 2022, 07:50 AM

বিপিএলের নবম আসরে লিটন দাসের সরাসরি চুক্তি দল না পাওয়া ছিল প্লেয়ার্স ড্রাফটের আগে সবচেয়ে বড় বিস্ময়। তবে অনুমেয় ছিল, ড্রাফটের শুরুতেই দল পাবেন ডানহাতি এই কিপার-ব্যাটসম্যান। প্রথম ডাকেই দল পেলেন তিনি। 

রাজধানীর অভিজাত হোটেলে বেলা ১২টার পর শুরু হওয়া ড্রাফটে প্রথম সেটের প্রথম ডাকেই লিটনকে দলে নিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টের গত আসরেও কুমিল্লার হয়ে খেলেছেন ২৮ বছর বয়সী এই তারকা। 

বিপিএলে এখন পর্যন্ত সাত আসরে খেলেছেন লিটন। এর মধ্যে চারটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ছিলেন তিনি। এছাড়া ঢাকা গ্ল্যাডিয়েটরস, সিলেট সিক্সার্স ও রাজশাহী রয়্যালসের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। 

সব মিলিয়ে বিপিএলে ৬৮ ম্যাচের ক্যারিয়ারে ৬৪ ইনিংস ব্যাট করে ২১.০৪ গড় ও ১২৬.৩৩ স্ট্রাইকরেটে ১ হাজার ৩০৫ রান করেছেন লিটন। এই টুর্নামেন্টে তার পঞ্চাশ ছাড়ান ইনিংস রয়েছে ছয়টি। সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেছেন রাজশাহীর জার্সিতে। 

প্লেয়ার্স ড্রাফটের প্রথম সেটে দল পেয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সিলেট স্ট্রাইকার্স বেছে নিয়েছে মুশফিককে। মাহমুদউল্লাহকে নিয়েছে ফরচুন বরিশাল। 

এছাড়া প্রথম সেটের প্রথম ডাকে মৃত্যুঞ্জয় চৌধুরীকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, মোহাম্মদ মিঠুনকে ঢাকা ডমিনেটরস, শেখ মেহেদি হাসানকে রংপুর রাইডার্স ও মোহাম্মদ সাইফ উদ্দিনকে নিয়েছে খুলনা টাইগার্স। 

প্রথম সেটের দ্বিতীয় ডাকে দল পাওয়া সাতজন হলেন নাজমুল হোসেন শান্ত (সিলেট), হাসান মাহমুদ (রংপুর), ইয়াসির আলি চৌধুরী (খুলনা), মেহেদী হাসান মিরাজ (বরিশাল), শুভাগত হোম (চট্টগ্রাম), সৌম্য সরকার (ঢাকা) ও মোসাদ্দেক হোসেন (কুমিল্লা)। 

প্লেয়ার্স ড্রাফটের দ্বিতীয় সেটের পর দলগুলোর বর্তমান অবস্থা

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সরাসরি চুক্তি- মোস্তাফিজুর রহমান, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি খুশদিল শাহ, মোহাম্মদ নবি, আবরার আহমেদ

ড্রাফট- লিটন দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, ইমরুল কায়েস

ঢাকা ডমিনেটরস

সরাসরি চুক্তি- তাসকিন আহমেদ, চামিকা করুনারাত্নে, দিলশান মুনাবিরা

ড্রাফট- মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স 

সরাসরি চুক্তি- আফিফ হোসেন, বিশ্ব ফার্নান্দো, কার্টিস ক্যাম্পার, আশান প্রিয়াঞ্জন

ড্রাফট- মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম, মেহেদি হাসান রানা, ইরফান শুক্কুর

ফরচুন বরিশাল 

সরাসরি চুক্তি- সাকিব আল হাসান, রাকিম কর্নওয়াল, মোহাম্মদ ওয়াসিম, ক্রিস গেইল, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, নবিন উল হক, উসমান কাদির, কুশল পেরেরা, রহমানউল্লাহ গুরবাজ, করিম জানাত

ড্রাফট- মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, এনামুল হক বিজয়

খুলনা টাইগার্স

সরাসরি চুক্তি- তামিম ইকবাল, আজম খান, ওয়াহাব রিয়াজ, আভিশকা ফার্নান্দো, নাসিম শাহ

ড্রাফট- মোহাম্মদ সাইফ উদ্দিন, ইয়াসির আলি চৌধুরী, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম 

রংপুর রাইডার্স

সরাসরি চুক্তি- নুরুল হাসান সোহান, সিকান্দার রাজা, হারিফ রউফ, মোহাম্মদ নাওয়াজ, শোয়েব মালিক, পাথুম নিশাঙ্কা, জেফ্রি ভ্যান্ডারসাই 

ড্রাফট- শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম শেখ, রকিবুল হাসান

সিলেট স্ট্রাইকার্স

সরাসরি চুক্তি- মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, থিসারা পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, রায়ান বার্ল, কামিন্দু মেন্ডিস, কলিন অ্যাকারম্যান

ড্রাফট- মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ