হোয়াইটওয়াশড হয়ে শীর্ষস্থান হারাল ইংল্যান্ড

কোনো ম্যাচ না খেলেই এক নম্বরে উঠে গেছে নিউ জিল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2022, 03:15 PM
Updated : 23 Nov 2022, 03:15 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেশ না কাটতেই বড় এক ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। হোয়াইটওয়াশড হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। এর প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। এক দিনের ক্রিকেটের শীর্ষস্থান হারিয়েছে ইংলিশরা।

আইসিসি বুধবার র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ বুধবার প্রকাশ করেছে আইসিসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে নেমে গেছে ইংল্যান্ড। তাদের জায়গা দখল করেছে নিউ জিল্যান্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে ১১৯ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে ছিল ইংল্যান্ড। তিন ম্যাচ হারের পর তাদের কাটা গেছে ৬ পয়েন্ট। যার সৌজন্যে কোনো ম্যাচ না খেলেই ১১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে কেন উইলিয়ামসনের দল।

বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার পুরস্কার পেয়েছে অস্ট্রেলিয়া। এক ধাপ এগিয়ে ১১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে তারা।

অস্ট্রেলিয়ার সমান ১১২ রেটিং পয়েন্ট ভারতেরও। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে তিন নম্বরে আছে ভারত। র‍্যাঙ্কিংয়ের পরের দুটি নাম পাকিস্তান (১০৭) ও দক্ষিণ আফ্রিকা (১০০)।

সাত নম্বর স্থান ধরে রেখেছে বাংলাদেশ। তাদের সমান ৯২ রেটিং পয়েন্ট শ্রীলঙ্কার। ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে রয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।  

টেস্টের দলীয় র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের অবস্থান যথারীতি নবম। টি-টোয়েন্টি সংস্করণের এক নম্বর স্থান দখলে রেখেছে ভারত। এই সংস্করণেও বাংলাদেশ ৯ নম্বরে।