ভারত সফরে ১৬ সদস্যের দলে বিশেষজ্ঞ স্পিনার রাখা হয়েছে চার জন।
Published : 11 Dec 2023, 08:27 PM
ভারত সফরে পাঁচ টেস্টের সিরিজের জন্য নতুন তিন ক্রিকেটারকে ডেকেছে ইংল্যান্ড। প্রথমবারের মতো সাদা পোশাকের দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার গাস অ্যাটকিনসন, বাঁহাতি স্পিনার টম হার্টলি ও অফ স্পিনার শোয়েব বাশির।
সিরিজের জন্য সোমবার ১৬ সদস্যের দল ঘোষণা করে ইংল্যান্ডের নির্বাচক প্যানেল। উপমহাদেশের কন্ডিশনের কথা বিবেচনা করে স্পিনে শক্তি বাড়িয়েছে তারা। বাশির, হার্টলির পাশাপাশি বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন লেগ স্পিনার রেহান আহমেদ ও অভিজ্ঞ বাঁহাতি স্পিনার জ্যাক লিচ।
এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে দুটি ওয়ানডে খেলা হার্টলি ২০টি প্রথম শ্রেণির ম্যাচে উইকেট নিয়েছেন ৪০টি। গত জুনে সমারসেটের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বশিরের। এখন পর্যন্ত ৬ ম্যাচে ২০ বছর বয়সী এই স্পিনারের শিকার ১০ উইকেট। গত মাসে সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ড লায়ন্সের অনুশীলন ক্যাম্পের অংশ ছিলেন তারা দুজন।
পেস বোলিং বিভাগে আছেন চার জন। ৪১ বছর বয়সী জেমস অ্যান্ডারসনের সঙ্গী মার্ক উড, অলি রবিনসন ও অ্যাটকিনসন। ইংল্যান্ডের জার্সিতে অ্যাটকিনসন এখন পর্যন্ত ৯টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন। ১৪টি প্রথম শ্রেণির ম্যাচে তার শিকার ৪৫ উইকেট।
গত অ্যাশেজে দুর্দান্ত পারফর্ম করা পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকসের জায়গা হয়নি দলে। গত মাসে হাঁটুতে অস্ত্রোপচার করানো অধিনায়ক বেন স্টোকস এই সফরে বোলিং করতে পারবেন নাকি শুধু বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলবেন, সেটিই এখন দেখার।
কিপার-ব্যাটসম্যান হিসেবে জনি বেয়ারস্টোর সঙ্গে আছেন বেন ফোকস। গত অ্যাশেজে বাদ পড়েছিলেন তিনি। লিচ ও পোপ দলে ফিরেছেন চোট কাটিয়ে।
আগামী ২৫ জানুয়ারি হায়দরাবাদে প্রথম টেস্ট দিয়ে অভিযান শুরু করবে ইংল্যান্ড। বিশাখাপাত্নামে দ্বিতীয় টেস্ট শুরু ২ ফেব্রুয়ারি। ১৫ ফেব্রুয়ারি থেকে তৃতীয় টেস্ট হবে রাজকোটে। রাঁচিতে ২৩ ফেব্রুয়ারি শুরু চতুর্থ টেস্ট। শেষ টেস্ট হবে ধারামশালায়, ৭ মার্চ থেকে।
ইংল্যান্ড টেস্ট দল: বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, জেমস অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, শোয়েব বাশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, বেন ফোকস, টম হার্টলি, জ্যাক লিচ, অলি পোপ, অলি রবিনসন, জো রুট, মার্ক উড।