চান্দিকা হাথুরুসিংহে জানালেন, নিজেদের সামর্থ্যে আস্থা রেখেই বিশ্বকাপে বড় স্বপ্নের কথা বলেছিলেন তিনি।
Published : 05 Nov 2023, 06:49 PM
সাত ম্যাচে জয় স্রেফ একটি। বাজেভাবে হার বাকি ছয় ম্যাচে। স্রেফ ২ পয়েন্ট নিয়ে ঘোরাফেরা টেবিলের তলানির আশপাশে। এমন পারফর্ম করা বাংলাদেশ দল খেলা শুরুর আগে জানায়, সেরা চারে থাকার স্বপ্নের কথা। টুর্নামেন্টের মাঝপথে তাই প্রশ্ন ওঠাই স্বাভাবিক, ওই কথা কি আদৌ সঠিক ছিল? উত্তরে স্বাভাবিকভাবেই দলের পক্ষে ব্যাট ধরলেন প্রধান কোচ।
বিশ্বকাপের আগের চার আসরের প্রতিটিতে তিনটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ। এর মধ্যে ২০১৫ সালে কোয়ার্টার ফাইনাল খেলা বৈশ্বিক টুর্নামেন্টে দলটির সর্বোচ্চ সাফল্য। এবার ভারতে যাওয়ার আগে পূর্ববর্তী সব আসরকে ছাড়িয়ে প্রথমবার সেমি-ফাইনালে খেলার স্বপ্নের কথা বলেন কোচ, অধিনায়ক থেকে শুরু করে দলের ক্রিকেটাররাও।
টুর্নামেন্ট যতো এগিয়েছে, তত বুমেরাং হয়ে এসেছে তাদের মন্তব্য। আফগানিস্তানকে হারিয়ে উড়ন্ত সূচনা করলেও পরের ছয় ম্যাচে প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। প্রশ্নের মুখে পড়েছে তাদের খেলার ধরনও। প্রায় প্রতি ম্যাচে তিন বিভাগে দেখা গেছে হতশ্রী প্রদর্শনী। মাঠে দলের পারফরম্যান্সে একদমই প্রতিফলিত হয়নি তাদের স্বপ্নের কথা। টুর্নামেন্টের শেষ ভাগে এসে তাই আগের সব মন্তব্য নিয়ে প্রশ্ন উঠছে।
দিল্লির আরুণ জেটলি স্টেডিয়ামে রোববার দলের অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে চান্দিকা হাথুরুসিংহে জানালেন, নিজেদের সামর্থ্যে আস্থা রেখেই বড় স্বপ্ন দেখেছিল তার দল।
“না! এটি (সেমি-ফাইনাল খেলতে চাওয়া) ভুল মন্তব্য নয়। কারণ আমরা সবাই ভালো করতে চাই। আমাদের বড় আশা রয়েছে এবং ভালো করার প্রত্যাশা রয়েছে। আমরা ভেবেছিলাম, এটি করার জন্য সামর্থ্য আমাদের আছে। এরপর আমরা সেটি অর্জন করতে পারিনি দেখে এটি (সেমি-ফাইনাল খেলার স্বপ্ন) কোনো ভুল মন্তব্য নয়।”