নেদারল্যান্ডসের বোলিং গুঁড়িয়ে ৪১০ রানের পাহাড় গড়েছে ভারত।
Published : 12 Nov 2023, 06:00 PM
শুরুটা করে দিলেন রোহিত শার্মা ও শুবমান গিল। শেষ করলেন শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। নেদারল্যান্ডসের বোলিং গুঁড়িয়ে ভারত গড়ল রানের পাহাড়। ওলট-পালট হলো রেকর্ড বইয়ের অনেক পাতা।
বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষ দিন রোববার বেঙ্গালুরুতে ৫০ ওভারে ৪ উইকেটে ৪১০ রান করেছে ভারত। ওয়ানডে বিশ্বকাপে তাদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর এটি। সর্বোচ্চ ৪১৩ রান করেছিল বারমুডার বিপক্ষে ২০০৭ আসরে।
এ দিন ৮৯ থেকে পরপর দুই ছক্কায় রাহুল শতক পূর্ণ করেন স্রেফ ৬২ বলে। বিশ্বকাপে ভারতের কোনো ব্যাটসম্যানের দ্রুততম শতক এটি। চলতি আসরেই আফগানিস্তানের বিপক্ষে রোহিতের ৬৩ বলে শতক ছিল আগের রেকর্ড।
শ্রেয়াসের সঙ্গে চতুর্থ উইকেটে ১২৮ বলে ২০৮ রানের বিস্ফোরক জুটির পথে ১০২ রান করেন রাহুল। তার ৬৪ বলের ইনিংস গড়া ১১ চার ও ৪ ছক্কায়।
৮৪ বলে বিশ্বকাপে নিজের প্রথম শতক ছুঁয়ে ১২৮ রানে অপরাজিত থাকেন শ্রেয়াস। তার ৯৪ বলের ইনিংসে ৫ ছক্কার পাশে চার ১০টি।
পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন ভারতের প্রথম তিন ব্যাটসম্যান রোহিত (৬১), গিল (৫১) ও ভিরাট কোহলিও (৫১)।
বিশ্বকাপের এক ইনিংসে প্রথম পাঁচ ব্যাটসম্যানের পঞ্চাশ ছোঁয়ার ঘটনা এটিই প্রথম। ওয়ানডেতে এর আগে এমন কিছু দেখা গেছে দুইবার। ২০১৩ সালে জয়পুরে ও ২০২০ সালে সিডনিতে ভারতের বিপক্ষে তা করে দেখায় অস্ট্রেলিয়া।
রোহিত এ দিন ছক্কা হাঁকান দুটি। তাতে ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কার নতুন রেকর্ড গড়েন তিনি (৬০)। ২০১৫ সালে ৫৮ ছক্কা হাঁকানো দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স এখন তালিকার দুই নম্বরে।
বিশ্বকাপের এক আসরে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও এখন এককভাবে রোহিতের (২৪)। এই ম্যাচের আগে ওয়েন মর্গ্যানের সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করছিলেন ভারত অধিনায়ক। ২০১৯ আসরে ২২ ছক্কা মেরেছিলেন তখনকার ইংলিশ অধিনায়ক মর্গ্যান। ২০১৫ আসরে ডি ভিলিয়ার্সের ব্যাটে ছক্কা এসেছিল ২১টি।
ভারতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডে সৌরভ গাঙ্গুলিকে ছাড়িয়ে চূড়ায় উঠেছেন রোহিত। চলতি আসরে তার রান এখন ৫০৩। ২০০৩ আসরে ৪৬৫ রান করেছিলেন সৌরভ। তিনে থাকা কোহলি ৪৪৩ রান করেছিলেন ২০১৯ আসরে।
দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিশ্ব মঞ্চে একাধিকবার ৫০০ রান করলেন রোহিত। গত আসরে তার ব্যাট থেকে এসেছিল ৬৪৮ রান। ১৯৯৬ ও ২০০৩ আসরে পাঁচশ রানের মাইলফলক ছুঁয়েছিলেন সাচিন টেন্ডুলকার। ২০০৩ আসরে তার ৬৭৩ রান এক বিশ্বকাপে সর্বোচ্চ।