ধারণা করা হচ্ছে, অল্প সময়ের জন্য পিসিবি প্রধানের দায়িত্বে থাকবেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।
Published : 24 Jan 2024, 06:33 PM
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদে যোগ দিতে যাচ্ছেন শাহ খাওয়ার। দেশটির সুপ্রিম কোর্টের এই আইনজীবীর দায়িত্ব নেওয়ার বিষয়টি বুধবার নিশ্চিত করা হয়েছে।
বর্তমানে মূলত অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির (আইএমসি) অধীনে চলছে পিসিবির কার্যক্রম। গত বছরের জুলাইয়ে ১০ সদস্যের এই কমিটির প্রধান হিসেবে জাকা আশরাফকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কমিটির দায়িত্ব ছিল চার মাসের মধ্যে বোর্ডের চেয়ারম্যান পদের জন্য নির্বাচন আয়োজন করা। নির্ধারিত সময়ে লক্ষ্য পূরণ না হওয়ায় গত নভেম্বরে কমিটির মেয়াদ আরও তিন মাস বাড়ান পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক।
ওই মেয়াদ শেষ হতো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। কিন্তু গত শুক্রবার হঠাৎ করেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন আশরাফ। তার রেখে যাওয়া শূন্যস্থানেই যোগ দিচ্ছেন খাওয়ার। পিসিবির নির্বাচন কমিশনারের পদেও আছেন তিনি।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে অল্প সময়ের জন্য পিসিবি প্রধানের দায়িত্বে থাকবেন খাওয়ার। আশরাফের মতোই তার মূল কাজ হবে পরবর্তী বোর্ড চেয়ারম্যান পদের নির্বাচনের আয়োজন করা।