ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে শ্রীলঙ্কার সীমিত ওভারের অধিনায়ককে দলে টেনেছে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।
Published : 04 Apr 2023, 10:21 PM
প্রথমবারের মতো আইপিএলে খেলার হাতছানি দাসুন শানাকার সামনে। চোটে ছিটকে যাওয়া কেন উইলিয়ামসনের জায়গায় শ্রীলঙ্কার সীমিত ওভারের অধিনায়ককে দলে টেনেছে গুজরাট টাইটান্স।
আইপিএলের ওয়েবসাইটে মঙ্গলবার জানানো হয়, ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে শানাকাকে চুক্তিবদ্ধ করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
চলতি আসরের উদ্বোধনী ম্যাচে গত শুক্রবার ফিল্ডিংয়ের সময় হাঁটুতে চোট পেয়ে ছিটকে পড়েন নিউ জিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান উইলিয়ামসন।
শানাকা গত জানুয়ারিতে ভারত সফরে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন। এই পেস বোলিং অলরাউন্ডার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৮৭ স্ট্রাইক রেটে রান করেন ১২৪। একটি সেঞ্চুরি করেন তিনি ওয়ানডে সিরিজে।