টি-টোয়েন্টি বিশ্বকাপ
ঘূর্ণিঝড়ের কারণে তিন দিন আটকে থাকার পর এয়ার ইন্ডিয়ার একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন রোহিত-সুরিয়াকুমাররা।
Published : 03 Jul 2024, 06:18 PM
ঘূর্ণিঝড়ের কারণে বন্ধ ছিল বারবাডোজের বিমানবন্দর। টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষের পরও তাই দেশের উদ্দেশে রওয়ানা দিতে পারছিল না ভারত দল। তিন দিন আটকে থাকার পর অবশেষে ক্যারিবিয়ান ছাড়ল রোহিত শার্মারা।
ব্রিজটাউনের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে নিউ দিল্লির উদ্দেশে উড়াল দিয়েছে ভারত দল। চার্টার্ড ফ্লাইটির নাম দেওয়া হয়েছে ‘এয়ার ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ২৪ ওয়ার্ল্ড কাপ।’ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে দিল্লিতে অবতরণ করার কথা রয়েছে বিমানটির।
ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, খেলোয়াড়দের পরিবারের সদস্য, কয়েকজন বোর্ড কর্মকর্তা এবং বিশ্বকাপ কাভার করতে যাওয়া ভারতের সংবাদকর্মীদের কয়েকজন রয়েছেন এই ফ্লাইটে। বিমানটির ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
বারবাডোজে গত শনিবার রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা ঘরে তোলে ভারত। পরদিনই ওয়েস্ট ইন্ডিজের এই দ্বীপে হানা দেয় ‘ক্যাটাগরি ফোর’ ঘূর্ণিঝড়। যে কারণে বারবাডোজের বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বারবাডোজ ছাড়ার কথা ছিল ভারত দলের। বুধবার সন্ধ্যায় পৌঁছানোর কথা ছিল দেশে। কিন্তু বিমানটি সেখানে দেরিতে অবতরণ করায় বিলম্ব হয় তাদের দেশের উদ্দেশে যাত্রা।
দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্বকাপ নিয়ে ফেরা রাহুল দ্রাবিড়ের দলকে সংবর্ধনা দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১১ বছর পর আইসিসির ট্রফি জেতা দলকে সম্মান জানাতে মুম্বাইয়ে ‘রোড শো’ করারও পরিকল্পনা রয়েছে।