তৃতীয় দিন শেষে জয় থেকে ১৫৬ রান দূরে অস্ট্রেলিয়া, আর ওয়েস্ট ইন্ডিজের চাই ৮ উইকেট।
Published : 27 Jan 2024, 06:45 PM
ব্রিজবেনে ব্যাট-বলের তুমুল লড়াইয়ের ঝাঁজ তৃতীয় দিনে এসেও একটুও কমেনি। ওয়েস্ট ইন্ডিজের টপ ও মিডল অর্ডারের ব্যাটসম্যানদের সম্ভাবনাময় ইনিংসের পথে বারবার বাধা হয়ে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার বোলাররা। তাতে বড় লক্ষ্য দিতে পারল না সফরকারীরা। তবে, শেষবেলায় তারা দ্রুত দুই উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকেও স্বস্তিতে দিন পার করতে দেয়নি।
গ্যাবায় দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিবা-রাত্রির ম্যাচটি দারুণ জমে উঠেছে। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস ১৯৩ রানে গুটিয়ে দিয়ে ২১৬ রানের লক্ষ্য তাড়া করছে অস্ট্রেলিয়া। ২ উইকেটে ৬০ রান করে দিন শেষ করেছে প্যাট কামিন্সের দল।
জয়ের জন্য এখনও ১৫৬ রান চাই অস্ট্রেলিয়ার। আর ক্যারিবিয়ানদের প্রয়োজন ৮ উইকেট। দুই দিন বাকি থাকায় বিজয়ীর দেখা যে মিলবে, তা প্রায় নিশ্চিত। কিন্তু ড্র হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ সাইক্লোন কিরিলির প্রভাবে, শনিবার রাতে তো বটেই চতুর্থ ও পঞ্চম দিনেও ব্রিজবেনে হতে পারে ভারি বর্ষণ।
১ উইকেট ১৩ রান নিয়ে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজের দিনের শুরুটা ভালোই ছিল। সাবধানী ব্যাটিংয়ের পথ বেছে নেন ক্রেইগ ব্র্যাথওয়েট, আর কার্ক ম্যাকেঞ্জি বাড়াতে থাকেন দ্রুত রান। তাদের ৫০ রানের জুটি ভাঙে ক্যামেরন গ্রিনের বলে ব্র্যাথওয়েট কাভারে ধরা পড়লে।
প্রথম সেশনে বিদায় নেন ম্যাকেঞ্জিও। ৬ চারে ৫০ বলে ৪১ রান করা ব্যাটসম্যান ন্যাথান লায়নের অফ স্পিনে হন এলবিডব্লিউ। বাঁচতে পারেননি রিভিউ নিয়েও।
আলিক আথানেজ ও কাভেজ হজ জমে গিয়েছিলেন উইকেটে। কিন্তু তাদের কেউই খেলতে পারেননি বড় ইনিংস। লায়নের বলে স্লিপে ক্যাচ দেন আথানেজ। এই স্পিনারকেই লেগ সাইডে খেলে ক্রিজ থেকে এক পা বেরিয়েছিলেন হজ। শর্ট লেগে থাকা ট্রাভিস হেড তড়িৎগতিতে বল ধরেই থ্রো করেন স্টাম্পে। ঝাঁপিয়ে দাগের ভেতরও ঢোকেন ব্যাটসম্যান। কিন্তু বাঁচতে পারেননি, বল স্টাম্পে লাগার সময় তার ব্যাট ছিল হাওয়ায়।
এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং। নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। ৫ উইকেটে ১৪৮ রান থেকে দুইশর আগে গুটিয়ে যায় তাদের ইনিংস।
তবে অলআউট হয়নি ক্যারিবিয়ানরা। মিচেল স্টার্কের ইন সুইং ইয়র্কার আঘাত করে শামার জোসেফের ডান পায়ের বৃদ্ধাঙ্গুলে। এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নিয়ে বাঁচেন ব্যাটসম্যান। কিন্তু চোট পাওয়ায় আর ব্যাটিং করতে পারেননি তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন জশ হেইজেলউড ও লায়ন। একটি করে প্রাপ্তি স্টার্ক ও গ্রিনের। প্রথম ইনিংসে এক উইকেট নেওয়া কামিন্স দ্বিতীয়ভাগেও ছিলেন বিবর্ণ, পাননি কোনো উইকেট।
শামার জোসেফের চোট ওয়েস্ট ইন্ডিজের জন্য ধাক্কা হয়ে দাঁড়ায়। বল হাতে যে মাঠে নামতে পারেননি এই পেসার। তাকে ছাড়াই অবশ্য অস্ট্রেলিয়াকে চেপে ধরে তারা।
প্রথম ইনিংসে ৭৫ রানের লড়াকু ইনিংস খেলা উসমান খাওয়াজাকে এবার টিকতে দেননি আলজারি জোসেফ। পায়ের ওপরের ডেলিভারিতে কট বিহাইন্ড হন বাঁহাতি এই ব্যাটসম্যান। কয়েক ওভার পর মার্নাস লাবুশেনকে বিদায় করেন জাস্টিন গ্রিভস।
৪২ রানে ২ উইকেট হারানো দলকে টানছেন স্টিভেন স্মিথ। দারুণ কিছু শটে ৫ চারে ৩৩ রান করে অপরাজিত আছেন ওপেনার স্মিথ। সাবধানী গ্রিন ৯ রান করেছেন ৩১ বলে।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩১১
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৮৯/৯ ডিক্লেয়ার
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (আগের দিন ১৩/১) ৭২.৩ ওভারে ১৯৩ (ব্র্যাথওয়েট ১৬, ম্যাকেঞ্জি ৪১, আথানেজ ৩৫, হজ ২৯, গ্রিভস ৩৩, জশুয়া ৭, সিনক্লেয়ার ১৪*, আলজারি জোসেফ ০, রোচ ১, শামার জোসেফ ৩ আহত অবসর; স্টার্ক ১৪.৩-৩-৪৫-১, হেইজেলউড ১৪-৫-২৩-৩, কামিন্স ১২-১-৩৯-০, গ্রিন ১০-২-৩৭-১, লায়ন ২২-৬-৪২-৩)
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ২১৬) ১৯ ওভারে ৬০/২ (স্মিথ ৩৩*, খাওয়াজা ১০, লাবুশেন ৫, গ্রিন ৯*; রোচ ৬-০-১৮-০, জোসেফ ৬-১-১৯-১, গ্রিভস ৭-০-২৩-১)