চলতি দা হান্ড্রেড শেষে পেশাদার ক্যারিয়ারের ইতি টেনে দেবেন ২০১৭ নারী বিশ্বকাপে ইংল্যান্ডের জয়ে বড় অবদান রাখা বাঁহাতি এই স্পিনার।
Published : 22 Aug 2023, 08:29 PM
মানসিক অবসাদের কারণে চলতি বছরের শুরুতে ক্রিকেট থেকে বিরতি নেওয়া অ্যালেক্স হার্টলি এবার নিলেন চূড়ান্ত সিদ্ধান্ত। পেশাদার ক্রিকেট ক্যারিয়ারেরই ইতি টেনে দিলেন ইংল্যান্ডের হয়ে নারী বিশ্বকাপ জেতা এই বাঁহাতি স্পিনার।
বিরতি নেওয়ার পর চলতি দা হান্ড্রেড দিয়ে খেলায় ফেরেন ২৯ বছর বয়সী হার্টলি। ওয়েলস ফায়ারের হয়ে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুই উইকেট নেন তিনি।
এরই মধ্যে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ওয়েলস। একাদশে সুযোগ পেলে আগামী শনিবারের এলিমিনেটর কিংবা রোববারের ফাইনাল হবে হার্টলির পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচ।
বিবিসির ‘নো বলস’ পডকাস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান হার্টলি।
“আমার বুটজোড়া তুলে রাখছি-আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ওয়েলস ফায়ারের হয়ে প্রতিটি সেকেন্ড উপভোগ করেছি আমি। স্টাফরা খুবই সহায়ক ছিল, গত মাস জুড়ে তারা দারুণ কাজ করেছে। আর আমি ৫০ ওভারের ক্রিকেট খেলতে চাই না!”
“…আমি এই খেলাকে সত্যিই মিস করব। খুবই খারাপ লাগবে, তবে এটাই ঠিক, তাই না? অনেক দিন ধরে এটা (অবসর) নিয়ে ভেবেছি।”
২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২৮টি ওয়ানডে খেলেন হার্টলি। ২৪.৩৫ গড়ে নেন ৩৯ উইকেট। এই সময়ে স্রেফ ৪টি টি-টোয়েন্টি খেলে তার শিকার ৩ উইকেট।
ইংল্যান্ডের ২০১৭ বিশ্বকাপ জয়ের পথে বড় অবদান রাখেন হার্টলি। টুর্নামেন্টে দলটির খেলা ৯ ম্যাচের ৮টিতেই একাদশে ছিলেন তিনি। ১০ উইকেট নিয়ে ছিলেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। লর্ডসের ফাইনালে দুই উইকেট নেন তিনি, যার একটি ভারতের অভিজ্ঞ ব্যাটার হারমানপ্রিত কৌরের।
বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোনের উত্থানে দলে জায়গা হারান হার্টলি। ২০১৯ সালে কেন্দ্রীয় চুক্তিও হারান তিনি। এরপর থেকে আঞ্চলিক ক্রিকেট ও দা হান্ড্রেডে খেলছেন এই ক্রিকেটার। এবার বিদায় বলে দিলেন সব ধরনের ক্রিকেটকে।