প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজকে ফরচুন বরিশালের নেতৃত্বে দেখে চমকে গিয়েছিলেন অনেক। দ্বিতীয় ম্যাচেই ফিরল ‘স্বাভাবিকতা।’ দলের পক্ষ থেকে জানানো হলো, বরিশালের নেতৃত্বে আবার দেখা যাবে সাকিব আল হাসানকে। তার নেতৃত্বেই গত আসরের ফাইনাল খেলে শিরোপার খুব কাছাকাছি গিয়েছিল বরিশাল।
বিপিএলে মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে টসের এক ঘণ্টা আগে বরিশাল দলের পক্ষ থেকে জানানো হয়, “ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। এই টুর্নামেন্টে তিনিই দলের অধিনায়ক।”
যেটির মানে দাঁড়াচ্ছে, বাকি টুর্নামেন্টে বরিশালকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কই। এই ঘোষণায় বরিশাল সরে এলো আগের ঘোষণা থেকে। প্রথম ম্যাচে মিরাজ টস করতে নামার পর দলের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘ম্যাচ বাই ম্যাচ’ অধিনায়ক ঠিক করবে তারা।
এবারের আসরে প্রথম ম্যাচে শনিবার মিরাজের নেতৃত্বে ১৯৪ রান করেও বরিশাল শেষ পর্যন্ত হেরে যায় সিলেট স্ট্রাইকার্সের কাছে।
গত আসরে সাকিবের নেতৃত্বে ফাইনাল খেলে একদম শেষ বলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে এক রানে হেরে যায় বরিশাল। অল্পের জন্য শিরোপা জিততে না পারলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন সাকিবই।