মিচেলের সেঞ্চুরি, হেনরির ফিফটির পর টিকনারের ছোবল

ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিন শেষে ৬৫ রানে এগিয়ে আছে শ্রীলঙ্কা, হাতে উইকেট ৭টি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2023, 09:26 AM
Updated : 11 March 2023, 09:26 AM

৯৮ থেকে লাহিরু কুমারার অফ স্টাম্পের বাইরের বল পয়েন্টের দিকে খেলে দুই রান নিলেন ড্যারিল মিচেল। দৌড় শেষ হতে না হতেই খুলে ফেললেন হেলমেট। হাতের ব্যাট বাতাসে ছুড়ে মারার ভঙ্গি করলেন একাধিকবার। ছাড়লেন হুঙ্কার। এমন বাঁধভাঙা উদযাপন তিনি করতেই পারেন। চাপের মুখে ব্যাটিংয়ে নেমে তার এই সেঞ্চুরি যে দলকে উদ্ধার করেছে বিপদ থেকে। 

মিচেলের সেঞ্চুরির সঙ্গে ম্যাট হেনরির ক্যারিয়ার সেরা ইনিংসে লিড নেওয়ার পর ব্লেয়ার টিকনারের দারুণ বোলিংয়ে ক্রাইস্টচার্চ টেস্টে ভালো অবস্থানে আছে নিউ জিল্যান্ড। 

৬ উইকেটে ১৮৮ রানের নড়বড়ে অবস্থান থেকে ৩৭৩ রান করেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে তাদের লিড ১৮ রানের।

তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ৮৩। সবগুলি উইকেটই নিয়েছেন টিকনার। ৭ উইকেট হাতে রেখে সফরকারীরা এগিয়ে আছে ৬৫ রানে। 

পঞ্চম টেস্ট সেঞ্চুরিতে ১৯৩ বলে ৬ চার ও ২ ছক্কায় ১০২ রানের চমৎকার ইনিংস খেলেন  মিচেল। ৯ নম্বরে নেমে ৭৫ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৭২ রান করেন হেনরি। প্রথম ৪৫ বলে তার রান ছিল ২০। পরের ৩০ বলে করেন ৫২ রান। 

হ্যাগলি ওভালে ৫ উইকেটে ১৫২ রান নিয়ে শনিবার তৃতীয় দিন শুরু করে নিউ জিল্যান্ড। সবুজ উইকেটে আগের দিনের দারুণ বোলিংয়ের ধারাবাহিকতা এ দিন ধরে রাখতে পারেনি শ্রীলঙ্কার পেসাররা। প্রথম ঘন্টার শেষ দিকে মাইকেল ব্রেসওয়েলকে ফেরান বাঁহাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়া।

তখনও নিউ জিল্যান্ড পিছিয়ে ১৬৭ রানে। আট নম্বরে নেমে পাল্টা আক্রমণ শুরু করেন অধিনায়ক টিম সাউদি। জয়াসুরিয়াকে মারেন পরপর চার-ছক্কা। কাসুন রাজিথাকে টানা দুই চারের পরের বলে ক্যাচ দিয়ে শেষ হয় তার ২০ বলে ২৫ রানের ক্যামিও। 

হেনরির সঙ্গে জুটি বেঁধে মিচেল তুলে নেন সেঞ্চুরি। এরপর আর টেকেননি তিনি। কুমারার অফ স্টাম্পের বাইরের বলে ধরা পড়েন কিপারের গ্লাভসে। 

হেনরি ও নিল ওয়‍্যাগনার এরপর ঝড় বইয়ে দেন শ্রীলঙ্কার বোলারদের ওপর। ধনাঞ্জয়া ডি সিলভাকে টানা দুই ছক্কার পর চার মারেন হেনরি। রাজিথার একই ওভারে টানা পাঁচ বলে তিনি মারেন চারটি চার ও একটি ছক্কা।পরের ওভারে তাকে ইয়র্কারে বোল্ড করে থামান আসিথা ফার্নান্দো।

হেনরি ও ওয়‍্যাগনারের নবম উইকেট জুটিতে ৬৯ রান আসে স্রেফ ৪৯ বলে। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া ওয়‍্যাগনার ২৪ বলে ৩ ছক্কা ও একটি চারে করেন ২৭ রান। 

৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সফলতম বোলার আসিথা। কুমারার প্রাপ্তি ৩ উইকেট। 

পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর ইঙ্গিত দেন শ্রীলঙ্কার দুই ওপেনার ওশাদা ফার্নান্দো ও দিমুথ করুনারত্নে। তবে ইনিংস টেনে নিতে পারেননি দুজনের কেউই। 

টিকনারের অফ স্টাম্পের বাইরের বলে আলগা শট খেলে গালিতে হেনরি নিকোলসের দারুণ ক্যাচে ফেরেন করুনারত্নে (১৭)। ডানহাতি পেসারের শর্ট বলে কিপারের গ্লাভসে ক্যাচ দেন ওশাদা (২৮)।

দলকে এগিয়ে নেন এরপর কুসল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। দিনের খেলা শেষ হওয়ার ২০ মিনিট আগে মেন্ডিস বিদায় নেন ৫৫ বলে ১৪ রান করে। টিকনারের অফ স্টাম্পের বাইরের বলে স্লিপে ক্যাচ দেন তিনি। 

ম্যাথিউস ২০ ও জয়াসুরিয়া ২ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করবেন। 

সংক্ষিপ্ত স্কোর: 

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৫৫ 

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ১৬২/৫) ১০৭.৩ ওভারে ৩৭৩ (মিচেল ১০২, ব্রেসওয়েল ২৫, সাউদি ২৫, হেনরি ৭২, ওয়্যাগনার ২৭, টিকনার ২*; রাজিথা ৩১-১০-১০৪-২, আসিথা ২৯.৩-৫-৮৫-৪, কুমারা ২৫-৫-৭৬-৩, ধনাঞ্জয়া ৯-২-৩৪-০, ম্যাথিউস ৩-০-১৮-০, জয়াসুরিয়া ১০-১-৪৬-১) 

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৩৮ ওভারে ৮৩/৩ (ওশাদা ২৮, করুনারত্নে ১৭, মেন্ডিস ১৪, ম্যাথিউস ২০*, জয়াসুরিয়া ২*; সাউদি ১২-৪-২৩-০, হেনরি ১০-২-১৯-০, টিকনার ১০-১-২৮-৩, ওয়্যাগনার ৩-০-৯-০, মিচেল ৩-১-৩-০)