বিপিএলে প্রায় দেড়শ কিলোমিটার গতিতে বল করে আলোচনায় আসা ২১ বছর বয়সী ফাস্ট বোলার ডাক পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দলে।
Published : 18 Mar 2024, 05:55 PM
গত দুই মৌসুমেই ঘরোয়া ক্রিকেটে গতির ঝড় তুলেছেন নাহিদ রানা। এবারের বিপিএলে তো তার একটি ডেলিভারির গতি স্পিডগানে ফুটে ওঠে ১৪৯.৭ কিলোমিটার! ১৪৫ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করেছেন নিয়মিতই। সেই গতির ভেলায় এখন তিনি জাতীয় দলে। শ্রীলঙ্কার বিপক্ষ প্রথম টেস্টের বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন ২১ বছর বয়সী এই ফাস্ট বোলার।
২১ বছর বয়সী আরেক ফাস্ট বোলার মুশফিক হাসানও ফিরেছেন দলে। নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে ব্যক্তিগত কারণে ছুটিতে থাকা লিটন কুমার দাস অনুমিতভাবেই ফিরেছেন। জায়গা হারিয়েছেন কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
এছাড়া না খেলে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ ও বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।
গত বছর বিপিএলে অভিষেকে গতিময় বোলিং করে নজর কেড়েছিলেন নাহিদ রানা। তবে স্রেফ গতিই তার সম্বল নয়, উইকেট শিকারের সামর্থ্যের ছাপও রেখেছেন তিনি লাল বলের ঘরোয়া ক্রিকেটে। চাঁপাইনবাবগঞ্জের এই তরুণ জাতীয় লিগে রাজশাহী বিভাগের হয়ে ১১ ম্যাচে নিয়েছেন ৪৮ উইকেটে, বিসিএলে উত্তরাঞ্চলের হয়ে চার ম্যাচে ১৫টি।
মুশফিক হাসানও প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ খেলেছেন ১৫টি। উইকেট তার ৫৫টি। এক ইনিংসে ৮ উইকেট শিকারের কীর্তিও আছে তার। গত বছর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি। তবে খেলার সুযোগ পাননি। পরে বাদ পড়ে যান।
টেস্ট থেকে তাসকিন আহমেদের অনির্দিষ্টকালের বিরতি আর ইবাদত হোসেনের চোটে বাংলাদেশের পেস আক্রমণ এখন বেশ অনভিজ্ঞ। নবীন এই দুই পেসারের সঙ্গে আছেন ১২ টেস্ট খেলা সৈয়দ খালেদ আহমেদ ও ৯ টেস্ট খেলা শরিফুল ইসলাম।
নির্বাচক আব্দুর রাজ্জাকের মতে, রানা-মুশফিকদের পরখ করে নেওয়ার উপযুক্ত সময় এখনই।
"রানা খুবই সম্ভাবনাময়। এই মুহূর্তে সে সম্ভবত দেশের সবচেয়ে দ্রুতগতির বোলার এবং বাড়তি বাউন্সও সে আদায় করে নিতে পারে। এখনও অবশ্য তার কেবলই শুরুর সময়, তবে তার প্রথম শ্রেণির রেকর্ড বেশ ভালো।"
"আরেকজন তরুণ পেসার মুশফিক হাসানও আছে দলে। ইবাদত যেহেতু চোটের কারণে বাইরে এবং তাসকিন আপাতত টেস্ট খেলছে না, তরুণ পেসারদের অভিজ্ঞতা নেওয়ার সময় এখনই।"
সবশেষ সিরিজে নিউ জিল্যান্ডের বিপক্ষে লিটন না থাকায় সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হন সোহান। চার ইনিংসে রান করেছিলেন তিনি মোট ৪৬। এবার লিটন ফেরায় সোহানের বাদ পড়া অবধারিতই ছিল।
এছাড়া দলে আর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। স্পিন আক্রমণে অভিজ্ঞ তাইজুল ইসলামের সঙ্গী দুই অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান। টেস্ট দলের অন্য নিয়মিতরা আছেন যথারীতি।
সীমিত ওভারের সিরিজের মতো টেস্ট সিরিজেও ছুটিতে থাকবেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান।
সিলেটে প্রথম টেস্ট শুরু শুক্রবার থেকে। টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা, ওয়ানডেতে একই ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা।
নতুন মুখ: নাহিদ রানা।
দলে ফিরলেন: লিটন কুমার দাস, মুশফিক হাসান।
বাদ পড়লেন: নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, হাসান মুরাদ।