সাদমানের ফিফটির পর জাকের-রিশাদের দৃঢ়তা

অষ্টম উইকেট জুটিতে দারুণ লড়াইয়ে প্রথম আনঅফিসিয়াল টেস্টে হার এড়িয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2023, 01:22 PM
Updated : 19 May 2023, 01:22 PM

দিনের প্রথম সেশন ভেসে গেল বৃষ্টিতে। লাঞ্চ বিরতির পর খেলা শুরু হলে লড়াকু ব্যাটিংয়ে ফিফটি করলেন সাদমান ইসলাম। তবে অন্যদের ব্যর্থতায় ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ ‘এ’ দল। সেখান থেকে দলকে উদ্ধার করলেন জাকের আলি ও রিশাদ হোসেন। তাদের দৃঢ়তায় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্ট ড্র করল স্বাগতিকরা। 

সিলেটে শুক্রবার বিনা উইকেটে ৫ রান নিয়ে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। ক্যারিবিয়ানদের আবার ব্যাটিংয়ে পাঠাতে তাদের প্রয়োজন ছিল আরও ১৫৫ রান। তা ছাড়িয়ে বাংলাদেশ ৭ উইকেটে করে ১৮৭ রান। এরপর ড্র মেনে নেন দুই অধিনায়ক। 

৭ উইকেটে ৪২৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২৬৪ রানে গুটিয়ে গিয়ে বাংলাদেশ পড়ে ফলো-অনে। 

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের শুরুটা ছিল বাজে। দিনের প্রথম ওভারেই আকিম জর্ডানের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে কিপার জশুয়া দা সিলভার গ্লাভসে ধরা পড়েন জাকির হাসান। ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি বাঁহাতি এই ওপেনার। 

প্রথম ইনিংসে দারুণ দৃঢ়তা দেখানো সাইফ হাসান ব্যর্থ এবার। র‌্যামন রিফারের অফ স্টাম্পের বাইরের মেরে খোঁচা মেরে তিনিও হন কট বিহাইন্ড। 

২৮ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ প্রতিরোধ গড়ে সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে। বেশ সাবধানী ছিলেন নিজেকে খুঁজে ফেরা মাহমুদুল। রানের গতি বাড়ানোর দিকে মন দিয়েছিলেন সাদমান। 

নিজের প্রথম ওভারেই ৬৬ রানের জুটি ভাঙেন গুডাকেশ মোটি। বাঁহাতি স্পিনারের বলে সিলি পয়েন্ট ধরা পড়েন মাহমুদুল। দুই চারে ৪২ বলে তিনি করেন ২০ রান। 

এই উইকেট দিয়ে ধস নামে বাংলাদেশের ইনিংস। এই সময়ে ৩৮ রানে তারা হারায় মাহমুদুলসহ ৫ ব্যাটসম্যানকে। 

কেভিন সিনক্লেয়ারের স্টাম্প তাক করে করা ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে যান সাদমান। বাঁহাতি এই ওপেনার ৯ চারে ৬৪ রান করতে খেলেন ৯০ বল। দুই চারে ৮ বলে ৯ রান করে থামেম আফিফ হোসেন। 

জাইর ম্যাকআলিস্টারের বলে নাঈম হাসান ও তানজিম হাসান কট বিহাইন্ড হলে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। ১৩২ রানে ৭ উইকেট হারানো দলকে পথ দেখান জাকের ও রিশাদ। 

প্রথম ইনিংসেও প্রতিরোধ গড়া জাকের দাঁড়িয়ে যান আরও একবার। এই কিপার-ব্যাটসম্যানকে দারুণ সঙ্গ দেন রিশাদ। তাতে ক্যারিবিয়ানদের রান পেরিয়ে লিড নেয় বাংলাদেশ। 

৬৭ বলে এক ছক্কা ও দুই চারে ৩৬ রান করেন জাকের। তার সঙ্গে ৫৫ রানের জুটিতে রিশাদের অবদান ২০ রান। এই লেগ স্পিনিং অলরাউন্ডারের ২০ রানের ইনিংস গড়া দুই চার ও এক ছক্কায়। 

আগামী মঙ্গলবার একই মাঠে শুরু হবে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট। 

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ ১ম ইনিংস: ৪২৭/৭ (ডি.) 

বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ২৬৭ 

বাংলাদেশ ‘এ’ ২য় ইনিংস: (ফলো অনের পর) ৫১.১ ওভারে ১৮৭/৭ (সাদমান ৬৪, জাকির ০, সাইফ ৬, মাহমুদুল ২০, আফিফ ৯, জাকের ৩৬*, নাঈম ১১*, তানজিম ৩, রিশাদ ২০*; জর্ডান ৮-৩-২৪-১, রিফার ৭.১-১-২৫-১, ম্যাকআলিস্টার ১১-০-৪৮-২, ক্যারাইয়াহ ৬-০-৩২-০, সিনক্লেয়ার ১৪-৩-৩০-১, মোটি ৫-১-১৩-২)। 

ফল: ম্যাচ ড্র