ত্রিদেশীয় সিরিজ
অধিনায়ক ও সহ-অধিনায়কের রেকর্ড গড়া জুটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠল পাকিস্তান।
Published : 12 Feb 2025, 11:35 PM
লুঙ্গি এনগিডির স্লোয়ার ডেলিভারিতে ব্যাট চালিয়ে ঠিকমতো খেলতে পারলেন না সালমান আলি আগা। বল জমা পড়ল কিপারের গ্লাভসে। জোরাল আবেদন না হলেও দক্ষিণ আফ্রিকা নিল রিভিউ। তাতে সফলও হলো তারা। তবে ম্যাচে কোনো প্রভাবই তা রাখল না। সালমান তার কাজটা করে দেন যে আগেই! অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও সহ-অধিনায়ক সালমানের দারুণ সেঞ্চুরি আর রেকর্ড জুটিতে দক্ষিণ আফ্রিকা হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠল পাকিস্তান।
কার্যত সেমি-ফাইনালে পরিণত হওয়া ম্যাচে বুধবার পাকিস্তানের জয় ৬ উইকেটে। করাচির জাতীয় স্টেডিয়ামে ৩৫৩ রানের লক্ষ্য ৬ বল বাকি থাকতে পেরিয়ে যায় স্বাগতিকরা।
ওয়ানডেতে পাকিস্তানের সর্বোচ্চ রান তাড়ায় জয় এটিই। এর আগে সর্বোচ্চ ৩৪৯ রানের লক্ষ্য তাড়ায় ২০২২ সালে লাহোরে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ৬ উইকেটে।
এবারের জয়ের দুই নায়ক রিজওয়ান ও সালমানের জুটিতে আসে ২২৯ বলে ২৬০ রান। চতুর্থ উইকেটে পাকিস্তানের সর্বোচ্চ জুটি এটি। পেছনে পড়ে গেল ২০০৯ সালে সেঞ্চুরিয়নে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে মোহাম্মদ ইউসুফ ও শোয়েব মালিকের ২০৬ রানের জুটি।
রান তাড়ায় যেকোনো উইকেটে পাকিস্তানের সর্বোচ্চ জুটির রেকর্ডও লেখা হলো নতুন করে। রিজওয়ান ও সালমান পেছনে ফেলে দিলেন ২০১১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে মোহাম্মদ হাফিজ ও ইমরান ফারহাদের অবিচ্ছিন্ন ২২৮ রানের উদ্বোধনী জুটিকে।
ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ১০৩ বলে ১৩৪ রান করেন সালমান। ১৬ চার ও ২ ছক্কায় গড়া ইনিংসে ম্যাচের সেরাও তিনিই।
৯ চার ও ৩ ছক্কায় ১২৮ বলে ১২২ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন রিজওয়ান।
সালমান যখন আউট হন, জয়ের জন্য পাকিস্তানের দরকার তখন স্রেফ ২ রান। মুখোমুখি প্রথম বলে কাভার ড্রাইভে চার মেরে সেই কাজটুকু সারেন তাইয়াব তাহির।
দক্ষিণ আফ্রিকা বড় পুঁজি পায় তিনটি আশি ছড়ানো ও একটি ক্যামিও ইনিংসের সুবাদে। অধিনায়ক টেম্বা বাভুমা ৯৬ বলে করেন ৮২ রান। ৮৪ বলে ৮৩ রান করেন ম্যাথু ব্রিটস্কি।
সিরিজে প্রথম খেলতে নেমে ১১ চার ও ৩ ছক্কায় ৫৬ বলে ৮৭ রান করেন হাইনরিখ ক্লসেন। ওয়ানডেতে তার সবশেষ চার ইনিংস যথাক্রমে ৮৬, ৯৭, ৮১ ও ৮৭; সবকটিই পাকিস্তানের বিপক্ষে।
শেষ ১০ ওভারে প্রোটিয়ারা তোলে ১১০ রান। সবই বিফলে গেল রিজওয়ান ও সালমানের অসাধারণ জুটির সামনে।
রান তাড়ায় পাকিস্তানকে ভালো শুরু এনে দেন ফাখার জামান ও বাবর আজম। ৩৭ বলে ৫৭ রানের উদ্বোধনী জুটিতে সুর বেঁধে দেন তারা।
১৯ বলে ২৩ রান করে ফেরেন বাবর। ফাখার করেন ২৮ বলে ৪১ রান। দুজনই ভিয়ান মুল্ডারের শিকার। তিনে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি সাউদ শাকিল।
একাদশ ওভারে ৯১ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় পাকিস্তান। তবে রিজওয়ান ও সালমানের জুটি ঠিকই পথে রাখে তাদের। দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন তারা, আর একটু একটু করে লড়াই থেকে দূরে সরে যায় দক্ষিণ আফ্রিকা।
শেষ ১০ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৮২ রান। ৪৩তম ওভারে মুল্ডারকে ছক্কায় উড়িয়ে রিজওয়ান চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন ১০৬ বলে। এক বল পর পূর্ণ হয় জুটির দুইশত রান। ওই ওভারেই সালমান সেঞ্চুরিতে পা রাখেন ৮৭ বলে।
ওয়ানডেতে এই প্রথম পাকিস্তানের চার ও পাঁচ নম্বর ব্যাটসম্যান সেঞ্চুরি করলেন একই ম্যাচে।
শেষ ১২ বলে দরকার যখন ১০ রান, এনগিডিকে চমৎকার শটে ছক্কা মারেন সালমান। তিনি কাজ শেষ করে আসতে না পারলেও কোনো সমস্যা হলো না দলের।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫১ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালো করে দক্ষিণ আফ্রিকা। টনি ডি জর্জিকে ফিরিয়ে পাকিস্তানকে প্রথম উইকেট এনে দেন শাহিন শাহ আফ্রিদি।
দ্বিতীয় উইকেটে শতরানের জুটিতে দলকে এগিয়ে নেন বাভুমা ও ব্রিটস্কি। ৫৬ বলে পঞ্চাশ ছুঁয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন বাভুমা। কিন্তু রান আউটে বিদায় নেন তিনি মাইলফলক থেকে ১৮ রান দূরে থাকতে।
টানা দ্বিতীয় সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে সালমানের দারুণ ক্যাচে ফেরেন ব্রিটস্কি। ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডের পর এবার প্রথম দুই ম্যাচে সবচেয়ে বেশি রানের (২৩৮) কীর্তি গড়লেন তিনি। এখানেও তিনি ছাড়িয়ে গেলেন ডেসমন্ড হেইন্সকে (১৯৫)।
মুল্ডার টিকতে পারেননি। পঞ্চম উইকেটে ৪৮ বলে ৭৮ রানের জুটিতে দলের স্কোর তিনশ পার করেন ক্লসেন ও কাইল ভেরেইনা।
ক্লসেন ফিফটি পূর্ণ করেন ৩৮ বলে। পরের ১৮ বলে তিনি করেন ৩৭ রান। শেষ বলে ছক্কায় দক্ষিণ আফ্রিকাকে সাড়ে তিনশ রানের ঠিকানায় নিয়ে যান ভেরেইনা (৩২ বলে ৪৪*)।
কিন্তু এই পুঁজি নিয়েও পাত্তা পেল না প্রোটিয়ারা।
আগামী শুক্রবার ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে লড়বে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৫২/৫ (বাভুমা ৮২, ডি জর্জি ২২, ব্রিটস্কি ৮৩, ক্লসেন ৮৭, মুল্ডার ২, ভেরেইনা ৪৪*, বশ ১৫*; আফ্রিদি ১০-০-৬৬-২, নাসিম ১০-০-৬৮-১, আবরার ১০-০-৬৩-০, হাসনাইন ৮-০-৭২-০, সালমান ৫-০-৩৩-০, খুশদিল ৭-০-৩৯-১)
পাকিস্তান: ৪৯ ওভারে ৩৫৫/৪ (ফাখার ৪১, বাবর ২৩, শাকিল ১৫, রিজওয়ান ১২২*, সালমান ১৩৪, তাহির ৪*; এনগিডি ৯-০-৭৪-১, বশ ৮-০-৭০-১, মুল্ডার ১০-০-৭৯-২, শামসি ৯-০-৫৩-০, মহারাজ ১০-০-৫৪-০, মুথুসামি ৩-০-১৭-০)
ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সালমান আলি আগা