তামিম ইকবালের মতো একই প্রতিষ্ঠানের ব্যাট ব্যবহার করেন তানজিদ হাসান, তবে বড় ভাইয়ের কাছে আরও ভালো মানের ব্যাট চেয়ে রাখলেন তিনি।
Published : 15 Jan 2025, 05:09 PM
নিজের ব্যাটিং সেশন শেষ করে ফরচুন বরিশালের ডাগআউটে এলেন ঢাকা ক্যাপিটালস ওপেনার তানজিদ হাসান। জাতীয় দলের কয়েকজনের সঙ্গে কিছুক্ষণ কথা বলে নাজমুল হোসেন শান্তর ব্যাট নিলেন তিনি। এরপর তার হাতে উঠল তাওহিদ হৃদয়ের ব্যাট। কিছুক্ষণ নাড়াচাড়া করে যেন ঠিক তৃপ্ত মনে হলো না থাকে।
কেউ একজন তার দিকে এগিয়ে দিলেন তামিম ইকবালের ব্যাট। এতক্ষণ যেন এর অপেক্ষায়ই ছিলেন তানজিদ। তামিমের সাদা-নীল স্টিকারের ‘সিএ’ ব্যাট হাতে পেয়ে তানজিদের চোখে-মুখে অন্যরকম আভা।
তিনি নিজেও ব্যবহার করেন ‘সিএ’ কোম্পানির ব্যাট। তবে তামিমের ব্যাটের মান যে আলাদা, তা সবারই জানা। তাই অগ্রজের কাছে একই মানের ব্যাট পাওয়ার ইচ্ছে জানিয়ে রাখলেন তানজিদ।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তামিমই ব্যবহার করেন সবচেয়ে উঁচু মানের ব্যাট। বিশেষ চাহিদায় প্রস্তুতকৃত ব্যাটগুলোর বাজারমূল্যও তুলনামূলক বেশি। তবে বাড়তি টাকা খরচ করলেও ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান সাধারণত সবাইকে এসব ব্যাট সরবরাহ করে না।
তামিমের কাছে তাই প্রায়ই জাতীয় দলের ক্রিকেটাররা ভালো মানের ব্যাট চেয়ে থাকেন। নারী দল কিংবা বয়সভিত্তিক দলের ক্রিকেটারদেরও কখনও কখনও উন্নতমানের ব্যাটের ব্যবস্থা করে দেন তামিম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের প্যাভিলিয়ন প্রান্তে বরিশালের ডাগআউট থেকে তামিমের দুইটি ব্যাট নিয়ে যান তানজিদ। নিজেদের নেটের বাইরে কিছুক্ষণ নক করেন তিনি। পরে ব্যাট ফেরত দিতে এসে তামিমের সঙ্গে লম্বা সময় কথা বলতে দেখা যায় তাকে। এক হাতে ব্যাট, আরেক হাত তানজিদের কাঁধে রেখে কিছু একটা বোঝাতে থাকেন তামিম।
পরে সংবাদ সম্মেলনে তামিমের ব্যাট ব্যবহারের অভিজ্ঞতা জানিয়ে দুজনের কথোপকথনের বিষয়ে বলেন তানজিদ।
“অবশ্যই তামিম ভাইয়ের ব্যাট (বেশি কমফোর্টেবল)। সিএ থেকে সেরা ব্যাটগুলো তিনিই পান। সিএ ব্যাট নিয়েই কথা হচ্ছিল যে, ‘ভাই আমাকে যদি এরকম ব্যাট দেওয়া যায়। আপনি বলে দিলে হয়তো ওরা পাঠাবে।’ এরকম কথাই হচ্ছিল। উনিও বলেছেন যে, ‘ঠিক আছে আমি বলে দেব। ওরা এরকম ব্যাট পাঠাবে।”
তানজিদের ডাকনামও তামিম। ছোট থেকেই তামিম ইকবালকে দেখে অনুপ্রেরণা পাওয়ার কথা অনেকবারই বলেছেন ২৪ বছর বয়সী ওপেনার। আর এখন তামিমের সঙ্গে নিয়মিত দেখা হওয়ার পাশাপাশি কথাবার্তাও হয় তানজিদের।
ঢাকা ক্যাপিটালস ওপেনার জানালেন, তামিমের সঙ্গে কথা বলে সবসময়ই উজ্জীবিত হন তিনি।
“তামিম ভাইয়ের সঙ্গে যখনই মাঠে একসঙ্গে থাকি, আমার কথা হয়। উনার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে, খুব ভালো লাগে। উনার সঙ্গে কথা বললে আমার নিজের আত্মবিশ্বাসটাও বাড়ে।এটা আগে থেকেই। যখনই সামনাসামনি দেখা হয়, চেষ্টা করি উনার সঙ্গে কথা বলতে।”
বিপিএলে পরের ম্যাচে তামিমের বরিশালের মুখোমুখি হবেন তানজিদরা। বৃহস্পতিবার দুপুর দেড়টায় শুরু খেলা।