আইপিএল
চোট কাটিয়ে মাঠে নেমে প্রথম ওভারে খরুচে বোলিং করলেও পরে ঘুরে দাঁড়ান মুম্বাই ইন্ডিয়ান্সের এই অভিজ্ঞ পেসার।
Published : 07 Apr 2025, 10:25 PM
জাসপ্রিত বুমরাহর প্রথম বলে ছক্কা কিংবা চার মেরে স্বাগত জানাতে চেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঠিক সেটা না হলেও দ্বিতীয় বলেই মুম্বাই ইন্ডিয়ান্সের অভিজ্ঞ পেসারকে ছক্কায় ওড়ান ভিরাট কোহলি। নিজের প্রথম ওভারে খরুচে বোলিং করা বুমরাহ পরে ঘুরে দাঁড়ালেও নিতে পারেনি কোনো উইকেট।
তিন মাস পর বেঙ্গালুরু ম্যাচ দিয়ে সোমবার মাঠে ফেরেন বুমরাহ। কোটার ৪ ওভার করে ২৯ রান দেন ভারতের তারকা বোলার।
গত জানুয়ারির শুরুতে বোর্ডার-গাভাস্কার ট্রফির সিডনি টেস্ট চলাকালে পিঠের চোটে পড়েন বুমরাহ। ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি। দেশে ফেরার পর থেকেই মাঠের বাইরে তিনি।
বুমরাহকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জেতে ভারত। পুরোপুরি ফিট হতে এবং কোনো ঝুঁকি না নিতে তাড়াহুড়ো না করে সময় নিয়ে নিজেকে তৈরি করে খেলায় ফেরেন তিনি।
এতদিন পর ফেরা বুমরাহকে সেরা চেহারায় পাওয়া নিয়ে সংশয় ছিল কিছুটা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন শুরুতে ছন্দ পেতে কিছুটা ভুগতে দেখা যায় তাকে। টস জিতে ফিল্ডিং নেওয়া মুম্বাইয়ের হয়ে চতুর্থ ওভারে আক্রমণে আসেন তিনি।
প্রথম বলে সিঙ্গেল নিয়ে কোহলিকে স্ট্রাইক দেন দেবদূত পাডিক্কাল। পরের বলে ছক্কায় ওড়ান ভারতের তারকা ব্যাটসম্যান কোহলি। বুমরাহর শেষ চার বল থেকে আসে ৩ রান।
একাদশ ওভারে আবার বোলিংয়ে এসে কেবল ৫ রান দেন বুমরাহ। ১৮তম ওভারে বল হাতে নিয়ে দেন ৬ রান। নিজের ও ইনিংসের শেষ ওভারে হজম করেন একটি ছক্কা। ওই ওভারে খরচ করেন ৮ রান।
শেষ বলে আশা জাগালেও উইকেট পাননি বুমরাহ। জিতেশ শার্মার প্যাডে বল আঘাত হানলে এলবিডব্লিউ দেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান জিতেশ।
লম্বা সময় পর ফিরে বেঙ্গালুরুর হয়ে ওভারপ্রতি সবচেয়ে কম রান দেন বুমরাহই। ৪ ওভারে ২ উইকেট নিলেও ৫৭ রান খরচ করেন ট্রেন্ট বোল্ট। আইপিএলে এটি তার সবচেয়ে খরুচে বোলিং। ২ উইকেট নিতে ৪৫ রান দেন হার্দিক পান্ডিয়া।
বুমরাহ ছাড়া মুম্বাইয়ের অন্য বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়ে ৫ উইকেটে ২২১ রান তোলে বেঙ্গালুরু। ২ ছক্কা ও ৮ চারে ৪২ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন কোহলি। ৩২ বলে ৬৪ রান করতে ৪টি ছক্কা ও ৫টি চার মারেন রাজাত পাতিদার।
শেষ দিকে তাণ্ডব চালিয়ে ১৯ বলে ৪০ রান করেন জিতেশ, ৪টি ছক্কার সঙ্গে মারেন ২টি চার।