পাকিস্তানের টেস্ট অধিনায়ক মাসুদ, টি-টোয়েন্টিতে আফ্রিদি

লাল ও সাদা বলে আলাদা অধিনায়ক বেছে নিল পাকিস্তান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2023, 04:27 PM
Updated : 15 Nov 2023, 04:27 PM

পাকিস্তানের তিন সংস্করণে অধিনায়কের পদ থেকে বাবর আজমের পদত্যাগের ঘন্টা দেড়েক পরই নতুন অধিনায়ক ঘোষণা করল পিসিবি। টেস্টের দায়িত্ব দেওয়া হলো ব্যাটসম্যান শাদ মাসুদকে, টি-টোয়েন্টির নেতৃত্ব পেলেন ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার দুই সংস্করণের জন্য আলাদা অধিনায়কের নাম জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ওয়ানডের নেতৃত্ব নিয়ে কিছু জানানো হয়নি।

আপাতত অবশ্য ওয়ানডে খেলাও নেই পাকিস্তানের। আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে তারা খেলবে তিনটি টেস্ট। এরপর জানুয়ারিতে নিউ জিল্যান্ড সফরে খেলবে পাঁচটি টি-টোয়েন্টি।

বিশ্বকাপে দলের বাজের পারফরম্যান্সের পর প্রবল সমালোচনার মুখে এ দিন নেতৃত্ব ছাড়েন বাবর।

নতুন টেস্ট অধিনায়ক মাসুদ এই সংস্করণে এখন পর্যন্ত খেলেছেন ৩০ ম্যাচ। এক দশক আগে তার টেস্ট অভিষেক হলেও দলে নিয়মিত হতে পারেননি কখনোই। টানা দুই-তিনটি টেস্ট খেলার পরই বাদ পড়তে হয়েছে তাকে বারবার।

গত বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে তিনি টেস্ট দলে ফেরেন প্রায় দুই বছর পর। ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড সিরিজে যদিও তেমন ভালো করতে পারেননি। পরে শ্রীলঙ্কার বিপক্ষে করেন একটি ফিফটি, ১৬ ইনিংস পর যা তার প্রথম পঞ্চাশ ছোঁয়া ইনিংস।

৩৪ বছর বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান সাদা পোশাকে ২৮.৫১ গড়ে ৪ সেঞ্চুরিতে রান করেছেন এক হাজার ৫৯৭।

২৩ বছর বয়সী বাঁহাতি পেসার আফ্রিদি তিন সংস্করণেই পাকিস্তানের বোলিং আক্রমণের মূল অস্ত্র। বাবরকে সরিয়ে তাকে সাদা বলের নেতৃত্ব দেওয়ার কথা সাম্প্রতিক সময়ে পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটারই বলেছেন। তার নেতৃত্বে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত দুই আসরে চ্যাম্পিয়ন হয় লাহোর কালান্দার্স।